করোনার বলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

করোনার বলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার

নিজস্ব সংবাদদাতা : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো ভারতীয় জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহানের। গত ১২ ই জুলাই তাঁর শরীরে করোনার উপসর্গ থাকায় তাঁকে ভর্তি করা হয় লখনউয়ের সঞ্জয় গান্ধী পিজিআই হাসপাতালে। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় গুরুগাঁও এর মেদান্ত হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর। শনিবার সকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। অবশেষে রবিবার মৃত্যু হয় তাঁর।

১৯৬৯ থেকে ১৯৮১ পর্যন্ত ভারতীয় জাতীয় দলের হয়ে খেলেছেন ৭ টি ওয়ান ডে ও ৪০ টি টেস্ট। একটি ইনিংস এ তাঁর সর্বোচ্চ রান ৯৭। টেস্ট ক্রিকেটে দু হাজারেরও বেশি রান তাঁর। দীর্ঘদিন ভারতীয় জাতীয় দলে ওপেন করেছেন সুনীল গাভাসকারের সঙ্গে। ১৯৯১ ও ১৯৯৮ সালে লোকসভা নির্বাচনে নির্বাচিত হন তিনি। তিনি উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রীও ছিলেন। ১৯৮১ সালে অর্জুন পুরস্কার পেয়েছেন তিনি। তাঁর এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা ক্রীড়া মহল।

 

আরও পড়ুন –বিপ্লবী ক্ষুদিরাম বসু ক্রিমিনাল! ওয়েব সিরিজ নিয়ে বিতর্ক

Next Post

লড়াই করেই দেবীর স্বীকৃতি মনসার

Mon Aug 17 , 2020
নিজস্ব সংবাদদাতা :   শ্রাবণের সংক্রান্তিতে বাংলার ঘরে ঘরে পূজিতা হবেন সর্পদেবী মনসা। দেবী মনসা হলেন হিন্দু লৌকিক দেবী। অথর্ব বেদে প্রথম মনসার কথা জানা যায়। মঙ্গলকাব্য অনুযায়ী শিবের মানসকন্যা হিসেবে আমরা পাই। কিন্তু পুরান বলছে অন্য কথা। পুরানমতে তিনি কাশ্যপ মুনির মানস কন্যা। একবার পৃথিবীতে সাপ ও সরীসৃপের উৎপাত […]

আপনার পছন্দের সংবাদ