নিউজ ডেস্ক, ইসলামপুর : চোপড়া কাণ্ডে বিজেপি নেতা সুবোধ সরকারকে গ্রেপ্তার করার পর এবার গ্রেপ্তার হলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সহ সভাপতি সুরজিৎ সেন। ধৃত বিজেপি নেতাকে রবিবার ইসলামপুর মহকুমা আদালতে হাজির করা হলে বিচারক তাকে পাঁচদিনের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবি মহম্মদ ওয়াসিম পারভেজ জানিয়েছেন,চোপড়া কান্ডে সুবোধ সরকার গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে সুরজিৎ সেনের নাম উঠে এসেছিল। তার দেওয়া বয়ানের ভিত্তিতে পুলিশ সুরজিৎ সেনকে গ্রেপ্তার করেছে।
উল্লেখ্য গত ১৯ জুলাই চোপড়ার সোনাপুরে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। উত্তেজিত জনতা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্যকরে ইঁট বৃষ্টি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে।তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রনে না আসায় কাঁদানে গ্যাসের শেল ফাটায়। উত্তেজিত জনতা পুলিশের বেশ কয়েকটি গাড়ি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার গাড়িতে আগুন লাগিয়ে ধরিয়ে দেয়। সরকারি সম্পত্তি নষ্ট,পুলিশের কাজে বাধা এবং বে আইনি জমায়েতের অভিযোগে পুলিশ বিজেপি নেতা সুবোধ সরকার সহ ২৬ জনকে গ্রেপ্তার করেছিল। রবিবার বিজেপির জেল ভরো কর্মসূচীতে যোগ দিয়ে গ্রেপ্তার হন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন। সোমবার তাকে ইসলামপুর আদালতে পেশ করলে বিচারক পাঁচদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
আরও পড়ুন………………এক মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে