নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, ১৩ অক্টোবর : আগ্নেয়াস্ত্র দেখিয়ে এক যুবকের থেকে সর্বস্ব লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। সোমবার সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের কুলিক ব্রিজ সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।
জানা যায়, ওই যুবকের নাম সমীর মন্ডল, সে রায়গঞ্জ শহরের এক শপিং মলের কর্মী। অভিযোগ, সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ওই যুবক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেসময় দু’জন দুস্কৃতি বাইকে করে এসে ওই যুবকের রাস্তা আটকে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ করে চম্পট দেয়। এরপর ওই ব্যাক্তির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে এবং খবর দেওয়া হয় রায়গঞ্জ থানায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায়শই ওই এলাকায় চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটে এবং সন্ধ্যের পর ওই এলাকা দিয়ে যাতায়াত করতেও ভয় পান সাধারণ মানুষ। তাই পুলিশি টহলের দাবী জানিয়েছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।