নিউজ ডেস্ক , ১২ অক্টোবর : রায়গঞ্জ থেকে চুরি হওয়া মোটর বাইক উদ্ধার হল মালদা থেকে। জানা গেছে সম্প্রতি রায়গঞ্জ থানার পুলিশ এক কুখ্যাত বাইক চুরির চক্রের পাণ্ডাকে গ্রেফতার করে৷ ধৃতকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দল মালদার বৈষ্ণবনগর থানা এলাকাতে ব্যাপক অভিযান চালায় স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে। সেখানে অভিযান চালানোর সময় আরও বাইক চুরি চক্রের দুই পাণ্ডাকে গ্রেফতার করে।
এছাড়াও উদ্ধার করা হয় রায়গঞ্জ পৌরবাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকার একটি শপিং মলের সামনে থেকে চুরি হওয়া একটি মোটর বাইক। জানা গেছে ওই বাইকটি গত ৮ ই অক্টোবর চুরি হয়েছিল ওই শপিং মলের সামনে থেকে।