নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৫ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন বাঁহাতি স্পিনার মুর্তাজা লোধগার।বাংলার হয়ে রঞ্জি ট্রফির ফাইনাল খেলেছিলেন মুর্তজা| খেলা ছাড়ার পর বাংলার মহিলা দলের কোচ হিসাবে কাজ করেছেন।
চলতি মরসুমে অনূর্দ্ধ ১৯ মিজোরাম দলের কোচ হয়েছিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার। বিশাখাপত্তনমে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার প্রয়াত হন তিনি।জানা গিয়েছে, প্রতিদিনের মতো রাতের খাবার শেষ করার পরে হাঁটতে বেরিয়েছিলেন। হঠাৎ করেই তিনি বুকে যন্ত্রণা অনুভব করেন। ব্যথা এতটাই বেড়ে যায় যে মূহুর্তের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়েন মুর্তাজা। আপদকালীন ভিত্তিতে হাসপাতালেও নিয়ে যাওয়া হলে সেখানেই ডাক্তাররা তাঁকে মৃত বলে ষোঘণা করেন। শনিবার তাঁর মৃতদেহ বিমানে করে নিয়ে আসা হবে কলকাতায়। তারপরে নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁকে সম্মান জানানোর জন্য সিএবির পতাকা অর্ধনমিতও রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি. বেঙ্গল টি-২০ চ্যালেঞ্জে, লিগের ম্যাচে ক্রিকেটাররাও কালো ব্যাজ পরে মাঠে নামবেন।১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলার ক্লাব ক্রিকেটে দাপিয়ে খেলা মুর্তাজা লোধগার রাজ্য দলের হয়ে ৯টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। বাংলা ক্রিকেটের কিংবদন্তি উৎপল চট্টোপাধ্যায়ের ছায়ার নিচে থেকেও ৩৪টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন প্রয়াত প্রাক্তন স্পিনার। প্রাক্তন এই ক্রিকেটারের মৃত্যুতে শোকের আবহ ছড়িয়েছে।