জুতো সেলাই করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে অসামান্য ফল, কৃত্বিতের স্বীকৃতি স্বরুপ পাচ্ছে বীরপুরুষ পুরস্কার

নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৭ নভেম্বর : সংসার চালাতে জুতো সেলাই করেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করে চাঁচলের কৃতী ছাত্র সঞ্জয় রবিদাস।তার এই লড়াইয়ের স্বীকৃতি স্বরুপ রাজ্য সরকারের বীরপুরুষ পুরস্কার প্রাপক হিসেবে মনোনীত হয়েছে সে।মালদা জেলা সমাজ কল্যাণ দপ্তর থেকে সঞ্জয়ের নাম রাজ্য সরকার প্রদত্ত ‘বীরপুরুষ’ পুরস্কারের জন্য সুপারিশ করা হয়েছিল।

প্রসঙ্গত চাঁচলের ১ ব্লকের অলিহন্ডা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সঞ্জয় ছোটবেলাতেই তার বাবাকে হারায়। তার মা কল্যাণী রবিদাস শ্রমিকের কাজ করেন।ছোট্ট বয়সেই সংসারে সাহায্য করতে জুতো সেলাইয়ের কাজ শুরু করে সে।তবে জুতো সেলাই করে সংসার চালানোর পাশাপাশি লেখাপড়া চালিয়ে যেতে থাকে সে।হরিশ্চন্দ্রপুরের কনুয়া হাইস্কুলে বরাবর ফার্স্ট হয় সে। শিক্ষকরাও তাকে পড়াশোনায় সবরকম সাহায্য করতেন৷ এভাবেই ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় ৪৬৫ নম্বর পায় সঞ্জয়৷ কিন্তু লকডাউনের কারণে তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছিল সে। পরে উচ্চমাধ্যমিকে ফল বেরোলে দেখা যায় সঞ্জয় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে৷ সংবাদমাধ্যমে তার এই কৃতিত্বের পাশাপাশি দৈনন্দিন লড়াইয়ের বিষয়টি নজরে আসে জেলা সমাজকল্যাণ দপ্তরের৷ দপ্তরের পক্ষ থেকে তার নাম এবারের ‘বীরপুরুষ’ পুরস্কারের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়৷এই পুরস্কার পাওয়ায় খুশী সঞ্জয় ও তার পরিজনেরা।বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন কলেজে ভর্তি হয়েছে সে। এই পুরস্কার তাকে আরো এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবে বলে জানিয়েছে সঞ্জয়।রাজ্য সরকারের ওয়েস্টবেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে তাকে দেওয়া হচ্ছে ‘বীরপুরুষ’ পুরষ্কার৷ আগামী ২০ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনে উত্তরবঙ্গের আরও ছয় বীরের সঙ্গে রাজ্যের শিশু অধিকার রক্ষা কমিশনের তরফ থেকে তাকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন জেলা শিশু সুরক্ষা দফতরের আধিকারিক অম্বরীশ বর্মণ।

Next Post

দীপাবলীর আগেও জমাটবাঁধা অন্ধকার মৃৎশিল্পীদের গৃহকোনে

Sat Nov 7 , 2020
নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ০৭ নভেম্বর :   দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই সামনে আলোর উৎসব দীপাবলী ও কালীপুজো। কিন্তু করোনা সংক্রমণ ও লকডাউনের প্রভাবে মৃৎশিল্পীদের জীবনে জমাটবাঁধা অন্ধকার আরো জাঁকিয়ে বসেছে। রায়গঞ্জের সুভাষগঞ্জ সহ বিভিন্ন পালপাড়ায় উৎপাদিত মাটির তৈরী সামগ্রীর চাহিদা তলানীতে এসে ঠেকেছে। দীপাবলীর আগে মৃৎশিল্পীরা ব্যাস্ত মাটির […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম