নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ০৭ নভেম্বর : খেলাধূলার সম্প্রসারণে প্রায় একদশক আগে চাঁচল ফুটবল মাঠে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।দীর্ঘদিন কেটে গেলেও এই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হয়নি। অবশেষে এই স্টেডিয়ামকে ঢেলে সাজানোর উদ্যোগ নিলো চাঁচল মহকুমা ও ব্লক প্রশাসন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ ও এনআরইজিইএস-এর ১০০ দিনের কাজের মাধ্যমে স্টেডিয়ামের পরিকাঠামো গড়ে তোলার পাশাপাশি সৌন্দর্য্যায়ণের কাজ করা হবে। উল্লেখ্য, প্রায় এক দশক আগে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের শিলান্যাস করেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি। কিন্তু হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়ায় থমকে যায় নির্মাণ কাজ। এরপর উত্তর মালদহের প্রাক্তন সাংসদ মৌসুম নূরের উদ্যোগে নির্মাণকাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা শেষ হয়নি। স্টেডিয়ামে প্রস্তাবিত ১২টি ব্লকের মধ্যে এখনো অব্দি ৬টি ব্লক নির্মিত হয়েছে।ফলে অন্ধকার হতেই স্টেডিয়াম চত্বরে ভীড় জমাত সমাজবিরোধীরা।বসত নেশার আসরও।ফলে এই স্টেডিয়ামটির কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়ে আসছিলেন শহরের ক্রীড়াপ্রেমীরা।সেইমত অর্ধসমাপ্ত স্টেডিয়ামকে নতুন করে গড়ে তোলায় উদ্যোগী হয় প্রশাসন।শনিবার স্টেডিয়ামের কাজ পরিদর্শনে যান মহকুমাশাসক সব্যসাচী রায় সহ অন্যান্য আধিকারিকেরা। স্টেডিয়ামের সীমানা প্রাচীর নির্মাণ, পুরুষ ও মহিলা খেলোয়াড়দের পৃথক ড্রেসিংরুম ও শৌচালয়, হাইমাস্ট ল্যাম্প বসানোর পাশাপাশি সৌন্দর্য্যায়ণের নানান কাজ করা হবে।এবিষয়ে চাঁচল মহকুমাশাসক সব্যসাচী রায় জানান, সবকিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি চাচোল স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে যাবে।প্রশাসনের এই উদ্যোগে খুশি শহরের ক্রীড়াপ্রেমী মানুষেরা।