নিউজ ডেস্ক , ০৬ নভেম্বর : অভিনেত্রী অমৃতা রাও এবং স্বামী RJ আনমোল তাদের সন্তানের নাম রাখলেন – বীর। শুক্রবারই ছেলের প্রথম ছবি পোস্ট করলেন তারা। ১লা নভেম্বর জন্ম হয় বীরের। RJ আনমল নিজের একটি পোস্ট সেয়ার করেন এদিন। এর আগে অক্টোবর মাসে অমৃতা রাও এর গর্ভাবস্থার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরতেই নবজাতকের আসার অপেক্ষায় ছিলেন সকলেই। এর আগে RJ আনমল জানিয়েছিলেন যে তিনি এবং অমৃতা তাদের সন্তানকে তাদের জীবনে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। উল্লেখ্য, অমৃতা রাওকে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত “ঠাকরে” ছবিতে দেখা গিয়েছিল।
https://www.instagram.com/p/CHPF8OnJJt8/?utm_source=ig_web_copy_link