নিউজ ডেস্ক , ০৫ নভেম্বর : বাগী ৩’ এর দুর্দান্ত অ্যাকশন সিক্যুয়েন্স নিয়ে প্রশংসিত হয়েছেন।টাইগার স্রফ। ‘আনভিলিভেবল’ গানের মধ্যে দিয়ে এক নতুন অবতারে দেখা মিলছে তার। আজ স্যোশাল মিডিয়ায় আরও বেশি অ্যাকশন সিক্যুয়েন্সে তৈরি বিকাশ বেহলের প্রোজেক্ট “গণপথ” ছবির মোশন পোস্টার পোস্ট করলেন তিনি।
ট্যুইটারে এই পোস্ট সেয়ারের পর থেকেই ছবি নিয়ে উৎসাহিত তার ভক্তরা। ২০২১ এর মাঝামাঝিতেই কাজ শুরু হবে এই ছবির। ২০২২ সালে মুক্তি পাবে এই “গণপথ”। ভাসু ভাগনানী, বিকাশ বেহল, দীপশিখা দেশমুখ, জ্যাকি ভাগনানী থাকছেন প্রযোজনায়। অন্যান্য ছবির তুলনায় এই ছবিতে স্রফের অভিনিত চরিত্র অনেকটাই আলাদা তাই এই ছবির স্ক্রিপ্ট শোনার পর থেকেই কাজ শুরুর অপেক্ষায় আছেন টাইগার স্রফ। অপরদিকে এরইমধ্যে ” হিরোপন্তি ২ ” অহমদ খানের ” বাগী ৪” এ কাজ করছেন টাইগার। “হিরো পন্তি” তে তার বিপরীতে অভিনয় করছে ” স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২” এর অভিনেত্রী তারা সুতরিয়া।
https://twitter.com/Marval1998/status/1324311419802693633?s=20