নিউজ ডেস্ক , ০৭ নভেম্বর : এই বছর শ্বেতা নন্দার শাশুড়ি রিতু নন্দার মৃত্যু এবং বর্তমান কোভিড -১৯ এর কথা মাথায় রেখে দীপাবলি পার্টি হচ্ছে বচ্চন পরিবারে। সবচেয়ে বড় দীপাবলি এবং হোলি পার্টির জন্য বেশ বিখ্যাত বচ্চন পরিবার। কিন্তু এই বছর উদযাপন করা হবে না আলোর উৎসব। এই সংকটজনক বাতাবরণে যথাসম্ভব সতর্ক হতে সকলকে সচেতন হতে হবে বলে জানানো হয়েছে বচ্চন পরিবারের পক্ষ থেকে।
সামাজিক দূরত্ব ও স্বাস্থ দপ্তরের নির্দিষ্ট নিয়ম মেনে চলাই এই সংক্রমণের বিরুদ্ধে এখনও পর্যন্ত একমাত্র পথ। উল্লেখ্য, বচ্চন পরিবারে অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন ও আরাধ্যা বচ্চন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অমিতাভ বচ্চন মুম্বাই এর নানাবতি হাসপাতালেও চিকিৎসাধীন ছিলেন। 2019 সালে, বচ্চন পরিবারের দিওয়ালির জমজমাট পার্টিতে হাজির ছিলেন বলিউডের তারকারা। শাহরুখ খান, কাজল, সারা আলি খান, অমৃতা সিংহ, অনন্যা পান্ডে, টাইগার শ্রফ, জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, ঋষি কাপুর, নীতু কাপুর, অক্ষয় কুমার, টুইঙ্কল খান্না, জান্ভি কাপুর, শহীদ কাপুর, ইশান খট্টর, বিপাশা বসু, করণ সিং গৌরী খান, ক্যাটরিনা কাইফ কে ছিলেন না সেই পার্টিতে। এবছর সেই জমজমাট সেলিব্রেশন না করে করোনা পরিস্থিতিতে সচেতনতার বার্তা দিল বচ্চন পরিবার।