নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : কোভিড বিধি লঙ্ঘন করায় গ্রেফতার ভারতীয় বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটার সুরেশ রায়না। সোমবার রাতে একটি ক্লাব থেকে গ্রেফতার করা হয় রায়নাকে। মূলত মহারাষ্ট্র সরকারের কোভিড বিধি লঙ্ঘন করায় মুম্বাই পুলিশ গ্রেফতার করে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারকে।
বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে একটি ক্লাবে হানা দেয় মুম্বাই পুলিশ আধিকারিকরা। সেই বিলাসবহুল ক্লাবে বলিউডের একাধিক তার সাথে পার্টি করছিলেন সুরেশ রায়না। সেখানে হানা দেয় পুলিশ। পরবর্তীতে সেখান থেকে গ্রেপ্তার করা হয় সুরেশ রায়নাকে। উল্লেখ্য, ইতিমধ্যেই ব্রিটেনে নতুনভাবে আত্মপ্রকাশ করা করোনাভাইরাসের দাপটে কাঁপছে গোটা বিশ্ব। এই আতঙ্কের মধ্যেই ব্রিটেনের সঙ্গে বিমান পরিষেবা বাতিল করে দিয়েছে পৃথিবীর বহু দেশ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে জারি হয়েছে বিশেষ সতর্কতাঃ। এমনকি ৩১ শে ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে কোন উড়ান ভারতে অবতরণ করতে পারবে না, এমনই নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। সোমবার থেকে মুম্বাই সহ একাধিক শহরে জারি করা হয়েছে নাইট কারফিউ। সে নিয়ম ভেঙে নির্দিষ্ট সময়ের বেশি সেই ক্লাবটি খোলা ছিল। সেই খবর পেয়ে পুলিশের একটি দল হানা দেয় ওই ক্লাবে। সেখানেই পার্টিতে উপস্থিত ছিলেন রায়না সহ বলিউডের বিখ্যাত তারকারা। সেখান থেকে ওই ক্লাবের কর্মীসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে অবশ্য জামিনে ছেড়ে দেওয়া হয় তাদের। এই ঘটনায় আলোড়ন ছড়িয়েছে গোটা মহলে।