ডিজিটাল ডেস্ক : ঘরোয়া পার্টিতে পরিবারের সদস্যদের সাথে নিজের 40 তম জন্মদিন পালন করলেন কারিনা কাপুর খান (kareena kapoor khan )। অভিনেত্রীর এই চল্লিশতম জন্মদিন আরও বেশি বিশেষ কারণ তৈমুরের পর দ্বিতীয়বারে জন্য সন্তান সম্ভবা তিনি।
তাঁর বোন কারিশমা কাপুর (Karisma Kapoor) পরিবারের সাথে কারিনার জন্মদিনের ছবি শেয়ার করেছেন স্যোশাল মিডিয়ায়। কারিনার স্বামী সাইফ ও বোন কারিশমা ছাড়াও তার বাবা মা ববিতা এবং রণধীর কাপুরও জন্মদিনের ঘরোয়া পার্টিতে উপস্থিত ছিলেন। কারিনার জন্মদিনের কেকটিও খুব সুন্দর ছিল। যাতে লেখা ছিলো ‘ ফ্যাবুলাস এ্যাট ৪০ ‘ ( Fabulous at 40)। ছবির সাথে ক্যাপশন লেখেন

“ Birthday girl we love you #happybirthday #fabulousatanyage “
Family and friends upload phots with Kareena over the years in celebration. Happy birthday Kareena Kapoor pic.twitter.com/jAFnZSlsZv
— Kareena Kapoor Khan FC (@KareenaK_FC) September 21, 2020
তার চল্লিশতম জন্মদিনের প্রাক্কালে কারিনা কাপুর খানও নিজের একটি ছবি শেয়ার করেন এবং লেখেন ৷ “As I enter my 40th year… I want to sit back, reflect, love, laugh, forgive, forget and most importantly pray and thank the strongest force up there for giving me the strength and thank my experiences and decisions for making me the woman I am… Some right, some wrong, some great, some not so… but still, hey BIG 40 make it BIG”
কারিনা এবং সাইফ আলি খান (Saif Ali Khan) ২০১২ সালে বিয়ে করেছিলেন এবং ২০১৬ সালে তাদের প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। দ্বিতীয় সন্তান আসার খবরটি গত মাসে স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছিলেন তারা। সোমবার কারিনা কাপুর খান কে জন্মদিনের শুভেচ্ছা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ সহ বলিউড তারকারা।
https://www.instagram.com/p/CFYmGNIBYxP/?utm_source=ig_web_button_share_sheet