নিউজ ডেস্ক, ৮ জুলাই : উইম্বলডনে লজ্জাজনক হার রজার ফেডেরারের। প্রতিপক্ষ হুবার্ড হুরক্যাজের কাছে হারলেন তিনি। আটবারের চ্যাম্পিয়ন হারলেন ২৪ বছর বয়সী পোলিশ(পোল্যান্ড) তারকার কাছে। কোয়ার্টার ফাইনালে ফেডেরার হারলেন ৩-৬, ৬-৭(৪-৭), ০-৬ সেটে।
এমনকি তৃতীয় সেটে কোন জয়ই পেলেন না ফেডেরার। ম্যাচের শুরু থেকে হুবার্ড হুরক্যাজের বিরুদ্ধে এদিন বিপাকে পড়েছিলেন ফেডেরার। গোটা ম্যাচে আটবারের চ্যাম্পিয়ন রজার ফেডেরারের যেন সেই চেনা ছন্দ উধাও। প্রথম সেটে হারলেন ৩-৬ সেটে। দ্বিতীয় সেটে লড়াই চালিয়ে ছিলেন তিনি। কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি। দ্বিতীয় সেটে ফেডেরার হারলেন ৬-৭(৪-৭) সেটে। তবে তৃতীয় সেটে প্রতিপক্ষের বিরুদ্ধে কোনরূপ জায়গা করতে পারেননি ফেডেরার। তিনি হারলেন ০-৬ সেটে। রজার ফেডেরারের দীর্ঘ ক্যারিয়ারে সেন্টার কোর্টে এই প্রথমবার ০-৬ সেটে হারলেন তিনি। তার এই ফল যেন কোন মতেই মেনে নিতে পারছিলেন না তার সমর্থকেরা। এর আগেও দুবার ০-৬ সেটে হেরেছিলেন ফেডেরার। তবে কোনওবারইউইম্বলডনে নয়। দুবারই হেরেছেন তিনি ফরাসি ওপেনের মঞ্চে। প্রথমবার ১৯৯৯ সালে প্যাট্রিক রাফটারের বিরুদ্ধে এবং দ্বিতীয়বার ২০০৮ সালে লাদালের বিরুদ্ধে। তবে যেই সেন্টার কোর্টে তিনি হেরেছেন সেই সেন্টার কোর্টেই ১১৯ টি ম্যাচের মধ্যে জিতেছেন ১০৫ টি ম্যাচ। হুবার্ড হুরক্যাজের কাছে পরাজয়ের পর উইম্বলডন থেকে বিদায় ফেডেরারের।