নিউজ ডেস্ক , ২৪ নভেম্বর : রাস্তা মেরামত না হওয়ায় তীব্র সমস্যায় পড়ছেন গাজোল ব্লকের দেওতলা, চাকনগর সহ বেশকয়েকটি গ্রামের বাসিন্দারা৷ তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাস্তা সংষ্কারের উদ্যোগ নেই৷ ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের৷
যদিও রাস্তা সংষ্কার নিয়ে চাপানউতোর শুরু হয়েছে শাসক ও বিজেপির মধ্যে। সংষ্কারের অভাবে রাস্তার বেহাল দশা গাজোল ব্লকের দেওতলা থেকে চাকনগর যেতে ১৭ কিলোমিটার রাস্তার। ফলে তীব্র সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা৷ গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না৷ কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যেতে চরম অসুবিধার মধ্যে পড়ে গ্রামবাসীরা। এমনকি গর্ভবতী মহিলাদেরও প্রসব যন্ত্রণা হলে রাস্তা দিয়ে যেতেই অনেকের শারীরিক অবস্থার অবনতি ঘটে৷
গ্রামবাসীদের দাবি, গ্রামে এই রাস্তা তৈরি হয়ে ছিল বাম আমলে৷ অথচ দীর্ঘদিন পরেও সেই রাস্তা সংষ্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ৷ বর্তমানে পঞ্চায়েতে রয়েছে বিজেপি৷ কেন রাস্তা সংষ্কার হচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন৷ বিগত ১০ বছর ধরে পঞ্চায়েতটি বিজেপির দখলে। যদিও বিজেপির প্রধান দীপু ওরাওয়ের অভিযোগ উন্নয়ন নিয়ে রাজনীতির জেরেই বিরোধীদের দখলে পঞ্চায়েত এলাকার উন্নয়ন স্তব্ধ৷ অন্যদিকে গাজোল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেনের পাল্টা দাবি ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে রাস্তা সংষ্কারের জন্য প্রস্তাব ও ব্যয় বরাদ্দের জন্য আবেদন জানানো হয়েছে৷