নিউজ ডেস্ক , ১১ই সেপ্টেম্বর : করোনা যেন পেছন ছাড়তেই চাইছে না। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে সংক্রমিতের সংখ্যা। দেশের মধ্যে বাণিজ্য নগর মুম্বাইয়ে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে সিনেমা ও টেলিভিশনের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী আক্রান্ত হচ্ছেন কোভিড-১৯ এ।
এবারে করোনা আক্রান্ত হলেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা প্রাক্তন বিগ বস প্রতিযোগী সারা খান (Sara Khan)। বৃহস্পতিবার তাঁর কোভিড (COVID-19) টেস্টের রিপোর্ট পজিটিভ আসে। এরপর তিনি নিজেই সেকথা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানান। সোশ্যাল মিডিয়ায় সারা লেখেন,
”দুর্ভাগ্যজনক, আমার আজ করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। চিকিৎসক ও কর্তৃপক্ষ আমায় হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছেন। তবে আমি ঠিক আছি। আশাকরি দ্রুত সুস্থ হয়ে উঠব।”
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবৎ সারা খানের করোনার মৃদু উপসর্গ দেখা যায়।

এরপর তিনি কোভিড টেষ্ট করান এবং রিপোর্ট পজিটিভ আসে৷ শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ডাক্তাররা তাঁকে বাড়ীতে থাকার পরামর্শ দিয়েছেন। ২০০৭ সালে স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক “স্বপ্না বাবুল কা… বিদায়” তে সাধনার চরিত্রে অভিনয় করে সারা খ্যাতি অর্জন করেছিলেন।
এরপরে “প্রীত সে বান্ধি ই দোরি রাম মিলায়ি জোদি” এবং “জুনুন: আইসি নাফরত তো কৈসা ইশক” সিরিয়ালেও তাকে দেখা যায়। ২০১০ সালে জনপ্রিয় রিয়েলিটি শো “বিগ বস” এর চতুর্থ মরসুমে এই অভিনেত্রী অংশগ্রহণ করেন।