নিউজ ডেস্ক , ২৯ অক্টোবর : করোনা সংক্রমণ রোধে দেশজুড়ে চলা লকডাউনের সময় তীব্র সমস্যার মধ্যে পড়েছিল সাধারন মানুষ। এমতাবস্থায় জনধন যোজনার খাতে মহিলাদের একাউন্টে ৫০০ টাকা করে তিন মাসের জন্য মোট ১৫০০ টাকা দিয়েছিল মোদি সরকার। এবার ফের দীপাবলী উৎসবের মুহূর্তে মিলতে উপহার। সূত্রের খবর, এনিয়ে চিন্তাভাবনা চলছে কেন্দ্রীয় ক্যাবিনেটে।
সামনেই আলোর উৎসব দীপাবলি। করোনা আবহে আড়ম্বরহীন দুর্গা পুজো হলেও সেভাবে আনন্দ উৎসবের মেজাজ ছিল না সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে গরীব মানুষরা এবারে সেভাবে পুজোর আনন্দে মেতে উঠতে পারেনি। কারণ করোনার ধাক্কায় দিশাহারা সাধারণ গরীব মানুষেরা৷ টানা লকডাউনে কাজ হারিয়ে যায় লক্ষ লক্ষ মানুষের। সেই সময় মহিলা জনধন যোজনার একাউন্টে তিনমাস ৫০০ করে দিয়েছিল মোদি সরকার৷ প্রায় ২০ কোটি একাউন্ট হোন্ডার সেই সুবিধা পেয়েছিল৷ এবার দীপাবলি উৎসবের মুখে ফের জনধন যোজনায় মহিলাদের একাউন্টে সরাসরি টাকা দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। যদি এবারে উপভোক্তার সংখ্যা অনেকটাই আগের তুলনায় বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। কারণ প্রথম দফায় টাকা দেওয়ার ঘোষণার পর আরও বহু মানুষ এই প্রকল্পে একাউন্ট খুলেছেন। তবে এব্যাপারে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে বিস্তারিত কিছু জানানো হয় নি৷ সমস্ত বিষয়টি পরিকল্পনা চলছে কেন্দ্রীয় ক্যাবিনেটে৷