নিউজ ডেস্ক , ০১ নভেম্বর : করোনা আবহে স্তব্ধ হয়ে গিয়েছিল দেশীয় অর্থনীতির চাকা। অর্থনীতিতে এই মন্দার প্রভাব সুদূরপ্রসারী হবে বলেই মনে করছিলেন বিশেষজ্ঞরা।পরবর্তীতে দেশীয় অর্থনীতির গতিপ্রকৃতি নিয়ে সন্দিহান ছিলেন তারা। তবে অক্টোবর মাসেই আদায় হল সবচেয়ে বেশি পণ্য পরিষেবা কর- এমনটাই জানালো কেন্দ্রীয় মন্ত্রক।
এমাসে জিএসটি বাবদ আদায় হয়েছে ১লক্ষ কোটি টাকারও বেশি। জিএসটিতে আদায়কৃত ১লক্ষ ৫হাজার কোটি টাকার মধ্যে ১৯হাজার ১৯৩ কোটি টাকার কেন্দ্রের। উল্লেখ্য এখনো পর্যন্ত জিএসটি বাবদ যা আয় হয়েছে তার ১০শতাংশই আয় হয়েছে অক্টোবর মাসে।উল্লেখ্য ২০১৯ সালে অক্টোবর মাসে জিএসটি বাবদ আয় হয়েছিল ৯৫ হাজার কোটি টাকা।উল্লেখ্য করোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে লকডাউন শুরু হয় গত ২৫শে মার্চ। লকডাউনের ফলে ঝিমিয়ে পড়ে বাজার। ফলে অর্থনীতিতে তার জোরালো প্রভাব পড়ে।কিন্তু জিএসটি আদায়ের এই চিত্র বাজারকে অনেকটাই আশা জোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।