একদিনে সংক্রমণ প্রায় ৫০ হাজার, গোটা দেশে পেরল ৮০ লক্ষের গণ্ডি

একদিনে সংক্রমণ প্রায় ৫০ হাজার, গোটা দেশে পেরল ৮০ লক্ষের গণ্ডি

নিউজ ডেস্ক, ২৯ অক্টোবর :    করোনা আছে করোনাতেই। লকডাউনের পরেও কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনার দাপট৷ গত ২৪ ঘন্টায় সারা দেশে ৪৯ হাজার ৮৮২ জন সংক্রমিত হয়েছেন৷ মৃত্যু হয়েছে ৫১৭ জনের।

পাশাপাশি আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩ ছাড়াল। স্বাভাবিকভাবেই করোনার প্রতিষেধক বাজারে না আসা পর্যন্ত সংক্রমণ যে রোধ সম্ভব নয় তা একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞরা৷ দ্য সমাপ্ত হয়েছে বাঙালির শ্রেষ্ঠ শারদোৎসব দুর্গাপুজো। সামনে দীপাবলি ও কালী পুজো৷ ফলে এই উৎসবের মরসুমে করোনা সংক্রমণ উর্দ্ধমুখি। বৃহস্পতিবার গোটা দেশে করোনা সংক্রমনের সংখ্যা ৮০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল। এতে করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের পাশাপাশি সরকারের মধ্যেও। স্বাভাবিকভাবেই করোনা সংক্রমনের অতি বাড়বাড়ন্তে চিন্তিত সকলেই। এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (Ministry of Health and Family Welfare) জানিয়েছে, মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লক্ষ ৪০ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৯ হাজার ৮৮১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১৭ জনের। ফলে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২০ হাজার ৫২৭ জন। তবে সারা দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৪৮০ জন। দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৩ লক্ষ ১৫ হাজার ৯৮৯। সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৩ হাজার ৬৮৭ জন। সুতরাং স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখতে সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Next Post

পুজোর পর দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন মানিকচকে, দৈনিক ক্রীড়াচর্চার আহবান

Thu Oct 29 , 2020
নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ২৯ অক্টোবর :   গ্রামগঞ্জে খেলাধুলোর মান উন্নয়নে মালদা জেলার মানিকচক বিধানসভার অন্তর্গত নুরপুর সফিজুদ্দিন স্মৃতি সংঘের ব্যবস্থাপনায় এক দিবারাত্রি কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয় বুধবার সন্ধ্যায়। এদিন ফিতে কেটে এই কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল। এদিন নিজেও কাবাডি […]

আপনার পছন্দের সংবাদ