নিজস্ব সংবাদদাতা : বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ৮-২ গোলে লজ্জাজনক হার বার্সার। গোটা ম্যাচে যেন নিস্প্রভ হয়ে রইলেন লিওলেন মেসি। বায়ার্ন মিউনিখের হয়ে জোড়া গোল করেন ফিলিপ কুতিনহো ও টমাস মুলার।
একটি করে গোল করেন সের্গে জিনাব্রি,রবেত লেভান্ড ভস্কি,জশুয়া কিমিচ ও ইভান পেরিসিচ। বার্সার হয়ে একমাত্র গোল করেন সুয়ারেজ। তবে ডেভিড আলবার একটি আত্মঘাতি গোলের সুবাদে দুটি গোলের তকমা পায় বার্সা। ম্যাচ শুরুর ৪ মিনিটে গোল করা সহ জোড়া গোলের সুবাদে ম্যাচের সেরার পুরস্কার জিতে নেন টমাস মুলার।
এমন লজ্জাজনক হার নিয়ে কবে মাঠ ছেড়েছিলো বার্সা তা অজানা সমর্থকদের কাছে। এমনকি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ইতিহাসে এতো বড় ব্যবধানে হারেনি কোন দল। বার্সার এই লজ্জাজনক হারের পর সাংবাদিক সম্মেলনেও আসেননি লিও মেসি। বার্সা সূত্রে খবর,ম্যাচে বিপর্যয়ের জেরে বরখাস্ত করা হতে পারে কোচ কিকে সেতিয়েনকে।