নিউজ ডেস্ক : সময়টা ২০০৮ সালের ১৮ ই আগষ্ট। ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক বর্তমান ভারতীয় জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ; প্রতিপক্ষ শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে সেভাবে তার ব্যাট জ্বলে উঠতে পারেনি, মাত্র ১২ রান করে ফিরতে হয়েছিলো তাকে প্যাভিলিয়নে। কিন্তু এরপর আর ফিরে তাকাতে হয়নি। অস্ট্রেলিয়ার সিডনি কিংবা ইংল্যান্ড এর লর্ডস সব জায়গায় নজির গড়েছেন এই ভারতীয় ক্রিকেটার।
এখনও পর্যন্ত একদিনের ম্যাচ খেলেছেন ২৪৮ টি,টেস্ট ৮৬ টি ও টি টুয়েন্টি ৮১ টি। তার প্রাপ্য রান যথাক্রমে ১১৮৬৭, ৭২৪০ এবং ২৭৯৪। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ১৮৩, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান ২৫৪ এবং টি টুয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান ৯৪।
বিরাটের মুকুটে বসেছে আরো কিছু সম্মান- ২০১৩ সালে অর্জুন পুরস্কার,২০১৭ তে পদ্মশ্রী,এবং এর পরের বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারও পেয়েছেন বিরাট। এছাড়াও একাধিকবার আই সি সির বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন বিরাট।