নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৭ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানিকচক বিধানসভা এলাকায় জোরদার প্রচার করলেন বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল। বুধবার সকাল থেকেই মানিকচক ব্লকের কামালপুর, গোয়ালপাড়া, বাজারপাড়া, মথুরাপুর সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান তিনি।
এদিন কখনো পায়ে হেঁটে আবার কখনো গাড়িতে করে ভোট প্রচার করেন বিজেপি প্রার্থী। প্রচারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি জনসাধারণের সামনে তুলে ধরেন তিনি। এদিনের কর্মসূচিতে বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, মিঠু কুমার সরকার সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বুধবার গ্রামে ঘুরে ঘুরে প্রচার করলেন মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মন্ডল। এদিন সকাল থেকেই মানিকচক ব্লকের কামালপুর এলাকা থেকে শুরু হয় প্রচার অভিযান। বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল হুডখোলা গাড়িতে করে গ্রামে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন। সঙ্গে ছিলেন মন্ডল বিজেপি সভাপতি বিশ্বজিৎ মন্ডল, সাধারণ সম্পাদক মিঠু কুমার সরকার, মিলন মন্ডল সহ কয়েকশো বিজেপি নেতা কর্মীরা। দলীয় পতাকা হাতে শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা বাইক মিছিল করেন প্রার্থীর সমর্থনে। গ্রামে ঘুরে ঘুরে সকল প্রান্তের মানুষের কাছে ভোটের আবেদন করেন প্রার্থী গৌড় চন্দ্র মন্ডল। ধরমুটোলা, গোয়ালপাড়া, বাজারপাড়া, মথুরাপুর সহ বিভিন্ন এলাকাজুড়ে মিছিল করে ভোট প্রার্থনা করেন বিজেপি প্রার্থী। এপ্রসঙ্গে বিজেপি প্রার্থী গৌর চন্দ্র মন্ডল বলেন, মানিকচকের মানুষ চাইছে পরিবর্তন। তাই মানিকচকের সর্বস্তরের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে বিজেপিকে। আমাদের লক্ষ্য সোনার বাংলা তৈরী করা।