নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৫ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠনের শক্তি যাচাই ও ভোটের হাওয়া বুঝতে ফের রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি নাড্ডা। জানা গেছে গতবার ডায়মন্ডহারবারের অপ্রীতিকর ঘটনা থেকে শিক্ষা নিয়ে জে পি নাড্ডার নিরাপত্তায় ফাঁক রাখতে চায় না রাজ্য বিজেপি।
সেজন্য আগে থেকেই তারা তটস্থ। রাজ্য বিজেপি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টা নাগাদ বিশেষ কপ্টারে মালদায় পৌঁছবেন সর্বভারতীয় সভাপতি। এরপর মালদার কেন্দ্রীয় কৃষি বিদ্যালযয়ে যাওয়ার কথা রয়েছে নাড্ডার। পাশাপাশি কৃষকদের একটি কর্মসূচিতেও যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে এত জেলার মধ্যে কেন মালদা জেলাকে বেছে নিলেন নাড্ডা? রাজনৈতিক মহলের মতে মালদা জেলায় এক সময় গণি পরিবারের একচ্ছত্রভাবে প্রভাব থাকলেও বর্তমানে সেই গণিমিথ আর নেই। কোতুয়ালি ভবনের একাধিক সদস্য বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হলেও আদতে গণিখানের একাধিক সদস্য জনপ্রতিনিধি। দক্ষিণ মালদা কেন্দ্রে কংগ্রেসের সাংসদ রয়েছে গণি খানের ভাই আবু হাসেম খান চৌধুরী। অন্যদিকে উত্তর মালদায় বিজেপির কাছে পরাজিত হলেও পরবর্তীতে তৃণমূল টিকিটে রাজ্যসভার সাংসদ হন ভাগ্নি মৌসম নূর। আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরীও কালিয়াচকের বৈষ্ণবনগর বিধানসভার বিধায়ক। স্বাভাবিকভাবেই মালদা যে এবার বিজেপির পাখির চোখ তা আর বলার অপেক্ষা রাখে না। গত লোকসভা ভোটে উত্তর মালদায় গণি পরিবারের সদস্য ও তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরকে হারিয়ে পদ্ম ফুটিয়েছে বিজেপি। এবারে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মালদায় ফের পদ্ম ফোটারে মরিয়া বিজেপি। আর সেদিকে লক্ষ্য রেখেই বিজেপি ঘর গোছাচ্ছে মালদায়।