নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ১৪ অক্টোবর : মাসিক সাম্মানিক বৃদ্ধি, সময় মত সাম্মানিক প্রদান, ৬০ বছর পর্যন্ত কর্ম নিশ্চিয়তা সহ বিভিন্ন দাবীতে বুধবার রতুয়া ২ ব্লকের প্রশাসনিক ভবন চত্বরে অবস্থান বিক্ষোভ কর্মসূচী পালন করল মহিলা সংঘ সমবায় সমিতি। এদিন একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে প্রশাসনিক ভবন চত্বরে বিক্ষোভ প্রদর্শন করে।
পরবর্তীতে তাদের দাবী দাওয়া সমন্বিত স্মারকলিপি যুগ্ম বিডিও সৌরভ দেবের হাতে তুলে দেন তারা। সংগঠনের সদস্যা অর্চনা কর্মকার জানিয়েছেন, ২০০৯ সাল থেকে কাজ করে আসছি। কিন্তু কাজের সময় আমাদের কাজ থেকে বরখাস্ত করার হুমকি শুনতে হয়। সারাদিন প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে এই কাজ করতে হয়, কিন্তু তা সত্বেও অপমান সহ্য করতে হয়। তা ছাড়াও দীর্ঘদিন পারিশ্রমিক পাই নি এবং পারিশ্রমিক ও কম। সেকারণেই এই আন্দোলন কর্মসূচী। এদিন রতুয়া ২ ব্লকের প্রশাসনিক ভবন চত্বরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন দাবি-দাওয়ার ভিত্তিতে স্লোগান দিতে থাকেন ঐ সংগঠনের সদস্যারা। দাবী পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠন নেতৃত্ব।