নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৩ অক্টোবর : মাটির মূর্তি তৈরির প্রতি আগ্রহটা ছিল সেই ছোটবেলা থেকেই। কিভাবে তিলে তিলে খড়, মাটি থেকে সুদৃশ্য মূর্তি গড়ে ওঠে তা তৈরি করত দুচোখে অপার বিস্ময়। এবারে দূর্গাপ্রতিমা গড়ে সবাইকে চমকে দিয়েছে মালদার বিশ্বনাথ মোড়ের বাসিন্দা ক্ষুদে অর্ঘ্যদীপ।
স্থানীয় অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির ছাত্র অর্ঘ্যদীপ মূর্তি তৈরিতে আগ্রহ জন্মায় পাশে থাকা মৃৎশিল্পীকে দেখে। তার কারখানাতে গিয়ে প্রতিমা তৈরি দেখতো সে। কিভাবে খড়ের ওপর মাটি চাপিয়ে ধীরে ধীরে জেগে ওঠে মৃন্ময়ী অবয়ব তাই যেন বাড়িয়ে তোলে তার আগ্রহ। আগে মাটির ছোট ছোট মূর্তি গড়লেও, তবে দূর্গাপ্রতিমা এবারই প্রথম। এবারে সে গড়েছে আড়াই ফিট উচ্চতার দূর্গাপ্রতিমা। মাটির কাজ শেষ, পড়েছে রংয়ের প্রলেপ। পরানো হয়ে গিয়েছে শাড়িও। তার এই কাজে সবরকমভাবে উৎসাহ দিয়ে আসছে বাবা নীলেন্দু দাস ও মা পলি দাস। পড়াশোনার ফাকে তার মূর্তি বানাতে কোন অসুবিধে না হয় সেজন্য সবরকম সহযোগিতাও করেন তারা।অন্যদিকে অর্ঘ্যদীপের প্রতিমা দেখে উচ্ছ্বসিত এলাকাবাসীরা। করোনা আবহে এবারে বাইরে গিয়ে পুজোর আনন্দে সামিল হওয়া যাবে না। ফলে অর্ঘ্যদীপের পুজোয় যোগ দিয়ে শারদ আনন্দে মাততে চলেছে এলাকাবাসীরা। এই ঘটনায় খুশি অর্ঘ্যদীপের বাবা-মাও।