
নিউজ ডেস্ক, ২০ জুন : পেনাল্টি মিস থেকে শুরু করে দলের দুর্বল পারফরম্যান্স, গোটা ম্যাচে কোথাও যেন সেই স্পেনকে খুঁজে পেলেন না সমর্থকেরা। পোল্যান্ডের বিরুদ্ধে ১-১ গোলে ম্যাচটি শেষ করতে হলো স্পেনকে অপরদিকে হাঙ্গেরির বিরুদ্ধেও ১-১ গোলে ম্যাচ সমাপ্ত করতে হল ফ্রান্সকে।
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়নদের এমন পারফরমেন্সে হতাশ সমর্থকেরা। এবার ইউরো কাপে যে স্পেন খেলছে তাতে তাদের অতীতের ছায়াটুকুও নেই বলে মত সমর্থকদের। ম্যাচের শুরু থেকে পোলান্ডের বিরুদ্ধে তেমন আক্রমণাত্মকভাবে খেলা শেষ করতে পারেনি স্পেন। তবে স্পেনের ফুটবলাররা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করেছেন। যা দেখে রীতিমতো হতাশ সমর্থকরা। ২৫ মিনিটের মাথায় মোরাতার গোলে এগিয়ে যায় স্পেন। এরপর আক্রমণ এবং প্রতিআক্রমণ জারি থাকলেও গোলের মুখ দেখতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৪ মিনিটের মাথায় লিওনডস্কির গোলে সমতায় ফেরে পোল্যান্ড। পরবর্তীতে পেনাল্টির সুযোগ পেলেও গোল করতে পারেনি ফুটবলাররা। যা দেখে রীতিমতো হতাশ সমর্থকেরা। তবে পরপর দুটি ম্যাচ ড্র হওয়াতে পরের রাউন্ডে যাওয়ার আশা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে স্পেনের কাছে। অপরদিকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকেও জয়ের মুখ দেখতে দেয়নি হাঙ্গেরি। আক্রমনাত্মক খেলে ম্যাচে ১-১ গোলে ম্যাচ সমাপ্ত করতে হল প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে। প্রথমার্ধে ০-১ গোলে পিছিয়ে শুরু করে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধেই ফিউলারের গোলে এগিয়ে যায় হাঙ্গেরি। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে ফ্রান্স। ৬৬ মিনিটের মাথায় গ্রিজম্যানের গোলে সমতায় ফেরে ফ্রান্স। এরপর ১-১ গোলেই সমাপ্তি ঘটে ম্যাচের। একাধিক গোল করার সুযোগ পেলেও তা নষ্ট করেন ফ্রান্সের ফুটবলাররা। তবে ড্র করলেও আপাতত গ্রুপ শীর্ষে রয়েছে ফ্রান্স। ফলে কিছুটা স্বস্তিতে রয়েছে ফ্রান্সের সমর্থকেরা।
