নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন ইটাহারে

নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৬ নভেম্বর :   গ্রামগঞ্জে খেলাধুলার মানোন্নয়নে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো ইটাহারে। শুক্রবার ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের মহানন্দাপুর সিধু কানু আদিবাসী পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এদিন মহানন্দাপুর হাই স্কুল ময়দানে পতাকা উত্তোলন এবং সিধু কানুর ছবিতে মাল্যদান এর মাধ্যমে খেলার সূচনা করা হয়।

এদিনের খেলায় প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হয় কালিয়াগঞ্জ বরুনা জনকল্যাণ সংঘ বনাম জামিন একাদশ জয়হাট। এদিনের কর্মসূচিতে বিশিষ্ট সমাজসেবক আব্দুল সাত্তার, বিকাশ হেমরম , রবিন কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী অসংখ্য মানুষেরা। কমিটির সদস্য রবিন কিস্কু বলেন , আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষকে উৎসাহী করতে প্রতিবছরের মতো এবারও এই খেলার আয়োজন করা হয়েছে। সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। তাছাড়া করোনাকালীন সময় বহুদিন পর এমন অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের মহানন্দপুর সিধু কানু আদিবাসীপল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত ইটাহারবাসী, পাশাপাশি এই আদিবাসী অধ্যুষিত এলাকার সাধারণ মানুষকে উৎসাহী করতে এবারেও এই খেলার আয়োজন করা হয়েছে। এবার এই খেলার দশম তম বর্ষ। সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে এই খেলার আয়োজন। শিক্ষার পাশাপাশি তাদের খেলাধুলো পাশবর্তী অঞ্চলের মানুষদের প্রভাবিত করেছে। পাশাপাশি এলাকার যুব সমাজকে প্রভাবিত করবে। এদিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয় কালিয়াগঞ্জ বরুনা জনকল্যাণ সংঘ বনাম জামিন একাদশ জয়হাট।এদিনের কর্মসূচিতে এলাকার বিশিষ্ট সমাজসেবক আব্দুল সাত্তার , কমিটির সভাপতি বিকাশ হেমরম, সম্পাদক লখিরাম হাঁসদা, রবিন কিস্কু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী অসংখ্য মানুষেরা।

Next Post

প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো যোগানদারের বিরুদ্ধে, ঘটনায় পদক্ষেপ গ্রহণের দাবী স্থানীয়দের

Fri Nov 6 , 2020
নিজস্ব সংবাদদাতা , মালদা , ০৬ নভেম্বর :  প্রশাসনের অনুমতি ছাড়াই রাজ্য সড়কের ধারে থাকা সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো খোদ গাছের যোগানদারদের বিরুদ্ধে।শুক্রবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদার পুখুরিয়া থানার নউগামা এলাকায়।। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, গত ৪ঠা নভেম্বর ভোর রাতে রাজ্য সড়কের ধারে থাকা ইউক্যালিপটাস গাছগুলি কেটে নিয়ে যায় […]

আপনার পছন্দের সংবাদ