নিজস্ব সংবাদদাতা , কালিয়াগঞ্জ , ০৬ নভেম্বর : কেন্দ্রের বিজেপি সরকার যখন নিজেদের কৃষকদরদি ভাবমূর্তি তুলে ধরেছে জনগণের কাছে তখন উল্টো চিত্র দেখা গেল কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে। কৃষি ঋণ প্রদানের ক্ষেত্রে টালবাহানার অভিযোগ উঠল কেন্দ্রীয় সরকারের আওতাধীন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে কৃষকেরা ওই ব্যাংকের সামনে তুমুল বিক্ষোভ দেখান। যদিও এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে টেলিফোনে ব্যাংক কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেনি।
বিহার বিধানসভা নির্বাচন চলছে। সামনের বছর পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। এই পরিস্থিতিতে নিজেদের শুধু জনদরদি নয়, কৃষকদরদির ভাবমূর্তিও তুলে ধরেছেন বিজেপি নেতৃত্ব। কিন্তু আদৌ কি তাই ? কৃষি ঋণ না পেয়ে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের সামনে বিক্ষোভ দেখিয়ে কৃষক দরদি নিয়ে প্রশ্ন তুলে দিলেন কৃষকরা। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে জমায়েত হন বিভিন্ন এলাকার কৃষকরা। তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ চার-পাঁচ মাস ধরে কৃষি ঋণ পাওয়ার জন্য হন্যে হয়ে ঘুরছেন৷ অথচ ব্যাংক কর্তৃপক্ষ তাদের খালি হাতেই ঘুরিয়ে দিচ্ছে। এর আগে আমন ধানের জন্য আবেদন করেছিলেন চাষীরা, তখনও ঋণ পাওয়া যায়নি৷ এখন আলু চাষের জন্য আবেদন করছেন অথচ ঋণ পাওয়া যাচ্ছে না। চাষাবাদের মরসুম চলে গেলে কৃষিতে ব্যাপকভাবে ক্ষতি হবে বলে দাবি করেছেন কৃষকেরা। অবিলম্বে টালবাহানা বন্ধ করে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ মঞ্জুর করুক বলে এদিন দাবি করেন আন্দোলনরত কৃষকেরা যদিও এদিন টেলিফোনে ওই ব্যাংকের ম্যানেজার প্রেম হাঁসদা ঋণ না দেওয়ার অভিযোগ মানতে চান নি। তার দাবি ঋণ সঠিকভাবেই দেওয়া হচ্ছে কৃষকদের। তবে কৃষকরা ঋণ না পেয়ে যেখানে তার ব্যাংকের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, সেখানে তার এই দাবি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে উঠছে প্রশ্ন।