নিজস্ব সংবাদদাতা, হেমতাবাদ, ০৭ নভেম্বর : হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে হেমতাবাদ ব্লকের ৫টি অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের নাম ঘোষণা করলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়।
হেমতাবাদে তৃণমূলের দুই সহসভাপতি মজিবুর রহমান দুলাল ও মৃত্যুঞ্জয় দত্তকে সাথে নিয়ে শুক্রবার সন্ধ্যায় হেমতাবাদে তৃণমূলের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন শেখর রায়।
তৃণমূলের হেমতাবাদ ব্লক কমিটির ৪৩ জনের নাম ঘোষণার পাশাপাশি ৫ টি অঞ্চলের প্রেসিডেন্ট ও চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়।
১) চৈনগর চঞ্চলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপদ বর্মন কে, চেয়ারম্যান করা হয়েছে মহম্মদ মুস্তাফা ।
২) বিষ্ণুপুর অঞ্চলের সভাপতি হয়েছেন সুকদেব রায়, চেয়ারম্যান ইসলাম আনসারি।।
৩) নওদা অঞ্চলের সভাপতি হয়েছেন জিয়াউর রহমান ও চেয়ারম্যান দিবাকর বর্মন।
৪) হেমতাবাদ অঞ্চলের সভাপতি হয়েছেন আমজাদ আলি বাবলু , চেয়ারম্যান হয়েছেন কাশিম আলী প্রধান।
৫) বাঙ্গালবাড়ি অঞ্চলের সভাপতি হয়েছেন সবেদ আলী, চেয়ারম্যান হয়েছেন নূর কালাম।