নিউজ ডেস্ক, কালিয়াগঞ্জ, ১২ই সেপ্টেম্বর : রাজ্যের মূখ্যমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বাসীর। কালিয়াগঞ্জের বিদায়ী পুরপ্রধান কার্তিক পালের আবেদন মেনে রবীন্দ্র ভবন গড়তে তিস্তা কলোনীতে জমি দিল রাজ্য সরকার। উল্লেখ্য কালিয়াগঞ্জ শহরের ১২ নম্বর ওয়ার্ডের তিস্তা কলোনীতে বিনোদন উদ্যান গড়তে তিনবছর আগে পুরপ্রধান কার্তিক পালের আবেদন মেনে ২.১০ একর জমি দিয়েছিল রাজ্য সরকার।
বর্তমান রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে রবীন্দ্র ভবন গড়তে ১.৮৪ একর জমি পেলো কালিয়াগঞ্জ পুরসভা। সম্প্রতি আইনি পথে তিস্তা কলোনীর ১.৮৪ একর জমি কালিয়াগঞ্জের পুর প্রশাসক কার্তিক পালের হাতে হস্তান্তর করলো ভূমি সংস্কার দপ্তর। কালিয়াগঞ্জের পুরপ্রধান তথা বর্তমান পুর প্রশাসক কার্তিক পালের হাত ধরে শহরকে নবরূপে সাজিয়ে তোলার যে কাজ চলছে, তা এগিয়ে নিয়ে যেতে সরকারের এই সিদ্ধান্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন শহরবাসী।
সম্প্রতি কালিয়াগঞ্জ ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক বিদ্যুৎকুমার মাঝি রাজ্য সরকারের নির্দেশ মেনে তিস্তা কলোনীতে চিহ্নিত জমির নথি হস্তান্তর করেন পুর প্রশাসক কার্তিক পাালের হাতে। এই নথিপত্র গ্রহণ করে কালিয়াগঞ্জ শহরের হাসপাতাল পাড়ায় তিস্তা কলোনীতে রবীন্দ্র ভবন গড়তে প্রাপ্ত জমি পরিদর্শন করেন পুর প্রশাসক। পরিদর্শন শেষে কার্তিক বাবু বলেন,” কালিয়াগঞ্জ বাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিলো রবীন্দ্রভবনের। মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই স্বপ্নপূরণ হতে চলেছে। দ্রুত ভবন নির্মানের কাজ শুরু হবে।