নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ১২ই সেপ্টেম্বর : হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় দুমাসের মধ্যেই আদালতে চার্জশীট পেশ করলো সি আই ডি (CID)। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে ৬৯৩ পাতার চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী এই সংস্থা। সূত্রের খবর বিধায়কের রহস্যমৃত্যুর মামলায় ধৃত মাবুদ আলি ও নিলয় সিংহের বিরুদ্ধে বিধায়ককে আত্মহত্যায় প্ররোচনা,প্রতারনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে জামিন অযোগ্য ধারায় চার্জ গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত ১৩-ই জুলাই রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়া মোড় এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে দেবেন বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও বিজেপি নেতৃত্ব দাবী করে দেবেন বাবুকে খুন করা হয়েছে। সিবি আই তদন্তের ও দাবী জানান তারা। গোটা ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতি তে।
পরবর্তীতে এই মামলার তদন্তভার নেয় সি আই ডি। তদন্তে নেমেই মাবুদ আলী ও নিলয় সিংহ কে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য প্রয়াত বিধায়কের পকেট থেকে যে কাগজ উদ্ধার করেছিলো পুলিশ, তাতে এই দুজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য দায়ী বলে লিখেছিলেন বিধায়ক।