বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনায় চার্জশীট পেশ সি আই ডি-র

বিধায়কের রহস্যমৃত্যুর ঘটনায় চার্জশীট পেশ সি আই ডি-র

নিউজ ডেস্ক, রায়গঞ্জ, ১২ই সেপ্টেম্বর :  হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের রহস্যমৃত্যুর ঘটনায় দুমাসের মধ্যেই আদালতে চার্জশীট পেশ করলো সি আই ডি (CID)। শুক্রবার রায়গঞ্জ জেলা আদালতের বিচারক আদিত্য গুঞ্জনের কাছে ৬৯৩ পাতার চার্জশীট জমা দিয়েছে তদন্তকারী এই সংস্থা। সূত্রের খবর বিধায়কের রহস্যমৃত্যুর মামলায় ধৃত মাবুদ আলি ও নিলয় সিংহের বিরুদ্ধে বিধায়ককে আত্মহত্যায় প্ররোচনা,প্রতারনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে জামিন অযোগ্য ধারায় চার্জ গঠন করা হয়েছে।

উল্লেখ্য গত ১৩-ই জুলাই রায়গঞ্জ ব্লকের বিন্দোল গ্রাম পঞ্চায়েতের বালিয়া মোড় এলাকার একটি বন্ধ চায়ের দোকানের সামনে দেবেন বাবুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও বিজেপি নেতৃত্ব দাবী করে দেবেন বাবুকে খুন করা হয়েছে। সিবি আই তদন্তের ও দাবী জানান তারা। গোটা ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে রাজ্য রাজনীতি তে।

পরবর্তীতে এই মামলার তদন্তভার নেয় সি আই ডি। তদন্তে নেমেই মাবুদ আলী ও নিলয় সিংহ কে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য প্রয়াত বিধায়কের পকেট থেকে যে কাগজ উদ্ধার করেছিলো পুলিশ, তাতে এই দুজনের নাম উল্লেখ করে মৃত্যুর জন্য দায়ী বলে লিখেছিলেন বিধায়ক।

Next Post

মাদক কান্ডে বি-টাউনের সেলিব্রিটিরা- জেরায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রিয়া চক্রবর্তীর

Sat Sep 12 , 2020
নিউজ ডেস্ক,  ১২ই সেপ্টেম্বর :  বলিউডের বেশ কিছু সেলিব্রিটি মাদক কারবারে জড়িত। এন সি বি (NCB)-র জিজ্ঞাসাবাদে এভাবেই নানা তথ্য দিচ্ছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (RheaChakraborty) । রিয়া চক্রবর্তীর এন সি বি (NCB) কে দেওয়া ২০ পাতার স্টেটমেন্টের সি আর নাম্বার ১৬ (CR -16) তে নির্দিষ্ট ভাবে বলিউডের তিন অভিনেত্রীর নাম […]

আপনার পছন্দের সংবাদ