নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : মসজিদে যাওয়ার সময় খুন হলেন এক সাংবাদিক। জানা গিয়েছে, নিহত ওই সাংবাদিকের নাম রহমাতুল্লা নেকজাদ। আফগানিস্তানের এই ঘটনা কে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র। জানা গিয়েছে, বাড়ি সামনেই গুলি করে হত্যা করা হয় তাকে।দুস্কৃতিরা সাইলেন্সর যুক্ত বন্দুক দিয়ে তাকে হত্যা করে। নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বাড়ি থেকে বেরিয়ে মসজিদে যাচ্ছিলেন তিনি। তখনই তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
নিহত সাংবাদিক স্থানীয় সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর করেছেন এলাকার সাংবাদিকরা। আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নানান গুরুত্বপূর্ণ খবর করেছেন রহমাতুল্লাহ। রহমাতুল্লাহ নেকজাদ আফগানিস্তানে একজন জনপ্রিয় সাংবাদিক ছিলেন। অ্যাসোসিয়েট প্রেসের সঙ্গে কাজ করেছেন তিনি। কাজ করেছেন আল জাজিরার সঙ্গেও। নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য খ্যাতি ছিল তাঁর। তাঁর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করেছেন আফগান প্রেসিডেন্ট। ঘটনাটিকে জঙ্গি আক্রমণ বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে তালিবানরাও রহমাতুল্লাহের হত্যার নিন্দা করেছে।তারা জানিয়েছে, এ ধরনের কাপুরুষোচিত কাজ তাঁরা সমর্থন করে না। আন্তর্জাতিক অধিকার রক্ষা সংস্থাগুলোর দাবি, এই মুহূর্তে আফগানিস্তানে সাংবাদিকদের অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত এক বছরে সাত জন সাংবাদিককে খুন করা হয়েছে। কাজ করতে গিয়ে আহত হয়েছেন বহু সাংবাদিক। তাঁদের নিরাপত্তা নিয়ে সরকার পুরোপুরি উদাসীন।