নিউজ ডেস্ক , ২২ ডিসেম্বর : সরকারের নির্দেশ সত্ত্বেও উগ্রপন্থী ইসলামী সন্ত্রাসী সংগঠন ‘মুসলিম ব্রাদারহুড’-এর বিরুদ্ধে প্রচার না করায় সৌদি আরব সরকার মক্কা ও আল-কাসিমের মসজিদ থেকে প্রায় ১০০ জন ইসলামিক ইমাম ও প্রচারককে বরখাস্ত করেছে।
মিডিল ইস্ট মনিটরের এর প্রতিবেদন অনুযায়ী, ইসলামী বিষয়ক মন্ত্রণালয়, দাওয়াহ ও গাইডেন্স সমস্ত ইমাম ও প্রচারককে ইসলামপন্থী সংগঠনের সমালোচনা করতে এবং সমাজের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টির জন্য তাদের দোষারোপ করার নির্দেশনা জারি করেছিল। সৌদি কাউন্সিলের সিনিয়র স্কলারদের সাম্প্রতিক বক্তব্যকে সমর্থন করার জন্য মন্ত্রণালয় প্রচারককে জুমার খুতবা উৎসর্গ করার নির্দেশ দিয়েছিল যেখানে কাউন্সিল এই গোষ্ঠীটিকে একটি “সন্ত্রাসী” সংগঠন হিসাবে বর্ণনা করেছে যা ইসলামের সত্য শিক্ষার প্রতিনিধিত্ব করে না বরং তার পক্ষপাতিত্বমূলক স্বার্থকে সমর্থন করে। সরকারি নির্দেশে থাকা সত্ত্বেও ২০১৪ সালে সৌদি আরবে নিষিদ্ধ ঘোষণা হওয়া মুসলিম ব্রাদারহুড (Muslim Brotherhood) -এর বিরুদ্ধে কুৎসা করতে রাজি হয়নি মক্কা ও আল কাসিমের ১০০ জন ইমাম ও ইসলামিক প্রচারক। এর জেরে তাদের বরখাস্ত করার কথা ঘোষণা করল সৌদি আরবের সরকার। এর ফলে ওই ব্যক্তিরা আর কোনও ধর্মীয় অনুষ্ঠান ও সভায় বক্তব্য রাখতে পারবে না।