বিশ্বকাপের পরই রদবদল হতে পারে ভারতীয় ক্রিকেটে

বিশ্বকাপের পরই রদবদল হতে পারে ভারতীয় ক্রিকেটে

নিউজ ডেস্ক , ১১ আগস্ট : টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রদবদল হতে পারে ভারতীয় ক্রিকেটের। এবছরের অক্টোবরে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সংযুক্ত আরব আমিরশাহী আর ওমানে বিশ্বকাপের আসর বসলেও যার মূল আয়োজক ভারত।

তবে উদ্বেগজনক করোনা পরিস্থিতির কারণে দেশের মাটিতে বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করতে পারছে না বিসিসিআই। নভেম্বরেই শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচের দায়িত্ব ছাড়তে পারেন রবি শাস্ত্রী বলে জল্পনা ক্রিকেটমহলে। তবে রবি শাস্ত্রী যদি ভারতীয় দলের কোচের ভূমিকা থেকে সরে দাঁড়ান, তাহলে নতুন কোচের ভূমিকায় কাকে দেখা যেতে পারে তা নিয়েও জল্পনা চলছে। তবে রবি শাস্ত্রির বিকল্প হিসেবে ইতিমধ্যেই রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে দেখা যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। দ্রাবিড়ের কোচিং এর ফলে শ্রীলঙ্কার মাটিতে একদিনের সিরিজ জিতেছে ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবার পর ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন। রবি শাস্ত্রী ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সামলেছেন ম্যানেজারের পদ এবং এর আগেও ২০১৪ সালে তিনি ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই রবি শাস্ত্রির মেয়াদ শেষ হচ্ছে। এমনটাও শোনা যাচ্ছে, রবি শাস্ত্রী জানিয়েছেন এরপর তিনি আর কোচিং করাতে চান না। সেক্ষেত্রে রবি শাস্ত্রী যদি ভারতীয় দলের প্রশিক্ষক থেকে সরে দাঁড়ান তাহলে বিকল্প হিসেবে কাকে প্রশিক্ষকের ভূমিকায় দেখা যেতে পারে তা নিয়ে চলছে জল্পনা।

Next Post

আবেগপ্রবণ বেঙ্কাইয়া নাইডু। রাজ্যসভায় কেঁদে ফেললেন চেয়ারম্যান

Wed Aug 11 , 2021
নিউজ ডেস্ক , ১১ আগস্ট : বাদল অধিবেশন শুরুর পর থেকেই বিরোধীদের বিক্ষোভে রীতিমতো উত্তাল হয়েছে সংসদের দুই কক্ষ। বুধবার অধিবেশনের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য লোকসভা মুলতুবি করে দেওয়ার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যসভায় তিনটি কৃষি আইনের বিরোধীতায় মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখাতে থাকেন বিরোধীদলের সাংসদরা। চেয়ারম্যানের টেবিলে উঠে বিধিনিয়ম […]

আপনার পছন্দের সংবাদ