নিউজ ডেস্ক , ১২ আগস্ট : রাজ্যে কোভিড সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ল ৩০শে আগষ্ট পর্যন্ত। বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রাজ্যে এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী জানান, “অনেকেই বলছেন লোকাল ট্রেন কেন চালু করা হচ্ছে না।
জানি, অনেকেরই কষ্ট হচ্ছে। কিন্তু টিকাকরণ আরও একটু সম্পন্ন হলে তবেই ট্রেন চালানোর ঝুঁকি নিতে পারবে সরকার। গ্রামে-গঞ্জে টিকাকরণের গতি বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই ৫০ শতাংশ টিকাকরণ হয়ে গিয়েছে। ৮০ শতাংশ সম্পূর্ণ হলে ট্রেন চালানোর অনুমতি দিতে পারে সরকার।” মুখ্যমন্ত্রী বলেছেন, আরও ১৫ দিন বন্ধ থাকবে লোকাল ট্রেন। ৩১ আগস্টের পর থেকে লোকাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্টের গোড়া থেকেই রাজ্যে সিনেমা হলগুলি খুলে দেওয়ার অনুমোদন মিলেছিল। ৫০ শতাংশ দর্শক সিনেমা হলে প্রবেশের সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানালেন, থিয়েটারও খোলা হোক কোভিড বিধি মেনে।এছাড়া সুইমিং পুল খোলার অনুমতিও দিয়েছেন তিনি। তবে সবই করতে হবে সম্পূর্ণরূপে করোনা বিধি বজায় রেখে। এদিকে কোভিডের হার এই মুহূর্তে আয়ত্তে থাকায় নৈশকালীন বিধিনিষেধ কিছুটা কমানোর কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিধিনিষেধ জারি থাকবে। এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে জারি হয়ে যেত নৈশকালীন বিধিনিষেধ। যা দু’ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।