নিউজ ডেস্ক , ১৩ আগস্ট : সমস্ত তর্ক বিতর্কের পরে অবশেষে অপসারিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। মহুয়া দাসের জায়গার নতুন সভাপতি হচ্ছেন চিরঞ্জীব ভট্টাচার্য। চিরঞ্জীব ভট্টাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য।
প্রসঙ্গত, উচ্চমাধ্যমিকের রেজাল্ট বিতর্কের জের এবং ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়। নেটমাধ্যমে তো বটেই, রাজনৈতিক মহলেও বিতর্কের ঝড় বয়ে যায়। আর তার জেরেই সরিয়ে দেওয়া হল মহুয়া দাসকে, এমনটাই মত ওয়াকিবহল মহলের। মহুয়া দাসের আচরণ নিয়ে শিক্ষা মহলও ছিল রীতিমতো সরগরম। এর বিরুদ্ধে সল্টলেকে শিক্ষা সংসদের দফতরের বাইরে বিক্ষোভ দেখান শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের সদস্যরা। মহুয়ার পদত্যাগের দাবি তোলেন তাঁরা। বিক্ষোভ হটাতে এলে পুলিশের সঙ্গে সঙ্ঘর্ষও বাধে তাঁদের। বেশ কয়েক জনকে আটক করা হয়। পরে অবশ্য মহুয়া দাস যুক্তি দেন, ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ করার কোনও উদ্দেশ্য ছিল না। আবেগের বশে ওই ধরণের মন্তব্য করেছিলেন। বেগম রোকেয়ার সঙ্গে তুলনা করেছিলেন উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া রুমানা সুলতানাকে। নতুন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সোমবারই নিজের দায়িত্ব গ্রহণ করবেন। চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “সরকার আমাকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। আমি সবরকম ভাবে তা পালনের চেষ্টা করব।”