নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর : আই পি এলের সামগ্রীক প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন বি সি সি আই (BCCI) সভাপতি সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। কারণ আর মাত্র ৯ দিন পর থেকে আই পি এলের ক্রিকেট যুদ্ধ শুরু হয়ে যাবে ৷ তাই তার আগে বুধবার দুবাইয়ে উড়ে গেলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ জানা গেছে সংযুক্ত আরব আমিরশাহীতে ৬ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে তাঁকে। এদিন কলকাতা থেকে আহমেদাবাদ হয়ে দুবাইয়ের পথে রওনা দেন তিনি।
তাঁর সঙ্গে রয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ (Joy Shah)। এদিন সৌরভ গাঙ্গুলি নিজেই ইন্টসটাগ্রামে এখবর জানিয়ে একটি ছবি শেয়ার করেন। তিনি জানান প্রায় ৬ মাস পর তিনি দুবাই যাচ্ছেন। ইতিমধ্যে আই পি এলে অংশগ্রহণকারি সমস্ত দল তাদের অনুশীলন শুরু করে দিয়েছে।
আরও পড়ুন – জলপাইগুড়ি তে গণধর্ষণে কি আসে যায, পুরুষতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ তো আসলে রিয়ার গাঁজা সাপ্লাইতে