আই পি এলের মাঝপথে ফিরতে পারেন সুরেশ রায়না, জল্পনা উস্কে রাখলেন নিজেই

আই পি এলের মাঝপথে ফিরতে পারেন সুরেশ রায়না, জল্পনা উস্কে রাখলেন নিজেই

নিউজ ডেস্ক , ৯ সেপ্টেম্বর :  ইনস্টায় পোস্ট করেছেন নিজের অনুশীলনের ছবি। রীতিমত শারীরিক কসরত করতে দেখা গেল চেন্নাই সুপার কিংসের অল রাউন্ডার সুরেশ রায়নাকে। তবে কী মাঝপথে আই পি এলে চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দেবেন রায়না ? দেখতে পাবেন সমর্থকেরা আবার আই পি এলে তাকে ?
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর তার খেলার কথা ছিলো আই পি এল এ। কিন্তু তড়িঘড়ি দেশে ফেরার সিধান্ত নিয়েছিলেন রায়না। যা দেখে অবাক হয়েছেন সমর্থকেরা। চেন্নাই শিবির যদিও স্পষ্টভাবে কিছু না বললেও রায়নার দেশে ফেরার বিষয়টি ঘোষণা করে। সমর্থকদের অনেকেই মনে করছিলেন রায়নার দেশে ফেরার জন্য তার পারিবারিক বিপর্যয় দায়ী হতে পারে। পাঠানকোটে দুষ্কৃতিদের হামলায় মৃত্যু হয়েছে তার কাকার।

এবিষয়ে দেশে ফিরে কারণ স্পষ্ট করেছিলেন সুরেশ রায়না। রায়না বলেছিলেন “সন্তানদের থেকে কোন কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয় “। উল্লেখ্য রায়নার ৪ বছর ও ৫ মাসের দুটি সন্তান রয়েছে। সন্তানদের ও স্ত্রীর সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না। ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার সহ ১৩ জনের রিপোর্ট করোনা পজিটিভ হয়েছিলো। সেকারণেই নিজের সন্তান দের সুরক্ষার কথা ভেবে দেশে ফিরে আসেন রায়না। দেশে ফিরে হোম আইসোলেশনে ছিলেন তিনি। অনেকক্ষেত্রে উঠে আসে আরেকটি প্রসঙ্গ, ধোনির মতো ঘর চেয়েছিলেন সুরেশ রায়না (Suresh Raina)।

কিন্তু শিবির তাকে তেমন ঘর দিতে অস্বীকার করায় বাকবিতন্ডায় জড়িয়ে পরে রায়না। এমনকি ড্যামেজ কন্ট্রোলে নামতে হয় ক্যাপ্টেন কুল কে। কিন্তু শেষরক্ষা হয়নি। মাঝপথে আই পি এল ছেড়ে দেশে ফিরে আসেন রায়না। শুধু রায়না নয় আই পি এল থেকে সড়ে দাঁড়িয়েছেন হরভজনও। ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুশীলনে সি এস কে শিবিরে যোগ দেননি তিনি।
তবে ইতিমধ্যেই ইনস্টায় পোস্ট করা রায়নার অনুশীলনের ভিডিও ঘিরে রীতিমত শোরগোল পরে গিয়েছে ক্রীড়া মহলে। তার সাথে চেন্নাই শিবিরের মনোমালিন্য হলেও আই পি এল শুরুর মাঝপথে ফিরতে পারেন রায়না। জল্পনা উস্কে রাখলেন রায়না নিজেই। তবে সেক্ষেত্রে সংযুক্ত আরব আমিরশাহিতে ফিরে ছয় দিনের আইসোলেশনে থাকতে হবে তাকে। এর মাঝে তিনবার হবে কোভিড টেস্ট। ফল নেগেটিভ এলে তবেই ছাড়পত্র মিলবে আই পি এলে খেলার।

 

আরও পড়ুন –  আই পি এলের প্রস্তুতি খতিয়ে দেখতে দুবাই উড়ে গেলেন সৌরভ

Next Post

জেলা কার্যালয় উদ্বোধনকে ঘিরে অন্তর্কলহ তৃণমূলের

Wed Sep 9 , 2020
নিউজ ডেস্ক , বালুরঘাট  ৯ সেপ্টেম্বর :  বালুরঘাটে তৃণমূল কংগ্রেসের জেলা পার্টি অফিস উদ্বোধনে অন্তর্কলহের ছায়া। জেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হলেন না জেলা সভাপতি গৌতম দাস। উল্লেখ্য তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকেই দক্ষিণ দিনাজপুর তৃণমূল কংগ্রেসের কোন জেলা কার্যালয় ছিলনা। দীর্ঘদিন ধরেই জেলার গঙ্গারামপুরের বাসিন্দা বিপ্লব মিত্র তৃণমূল জেলা […]

আপনার পছন্দের সংবাদ