টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তর দিনাজপুরের বিভিন্ন ব্লকে, ত্রাণ শিবিরে আশ্রয় দুর্গতদের

নিউজ ডেস্ক, চোপড়া, ২৬ সেপ্টেম্বর  : বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ জুড়ে। এই পরিস্থিতিতে নদী-নালা খাল-বিল সবকিছুর জলস্তর প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিকভাবেই এই অতিভারী বর্ষণের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের বিভিন্ন এলাকায়।

চোপড়া ব্লকের হাতিঘিসা, মাঝিয়ালী, সিধু কানুনগর সহ বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট খানাখন্দ ও গর্তে ভরে গিয়েছে। পাশাপাশি সেখানকার ব্রীজগুলোর অবস্থা বেহাল হয়ে পড়েছে। চোপড়ার একাধিক চা বাগান এবং ধানের জমি জলের তলায় চলে গেছে এই ভারী বর্ষণে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা বলে আশঙ্কা করা করছেন চাষিরা।

টানা বৃষ্টিতে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। অসহায় জলবন্দি মানুষদের উদ্ধার করে চোপড়া হাইস্কুলে পুনর্বাসন শিবিরে নিয়ে আসা হয়েছে। সেখানেই ত্রাণ শিবিরে রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রবল বৃষ্টিতে গবাদি পশুদের জন্য আলাদাভাবে আস্তানার ব্যবস্থা করা হয়েছে ত্রাণ শিবিরে। পরিস্থিতির কথা মাথায় রেখে ব্লক প্রশাসন থেকে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের প্রধানদের সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন থেকে দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ত্রাণেরও ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন চোপড়া ব্লকের বিডিও জুনায়েদ আহমেদ।

 

Next Post

টানা বৃষ্টির জেরে নদীর জল বাড়ায় বন্যার আশঙ্কা দক্ষিণ দিনাজপুরে

Sat Sep 26 , 2020
নিউজ ডেস্ক, বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর :  ভারী বর্ষণে দক্ষিণ দিনাজপুরের একাধিক নদীতে ব্যাপকভাবে জল বাড়ছে। ফলে বন্যার আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকাতে৷ বালুরঘাটের আত্রেয়ী নদীতে জল বাড়ায় নদী সংলগ্ন নীচু এলাকায় ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। শহরের হালদারপাড়া এবং আত্রেয়ী কলোনিতে বেশকিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ক্রমাগত জল বেড়ে চলায় এলাকার […]

আপনার পছন্দের সংবাদ