
নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর, ২৩ মার্চ : দুঃসাহসিক চুরির ঘটনায় উত্তেজনা ছড়াল ইসলামপুর থানার গাইসাল দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, বাড়ির মালিক মহম্মদ ইমাজউদ্দিন সহ পরিবারের সকলে মিলে সোমবার দুপুরে একটি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির মূল দরজা ভাঙা অবস্থায় রয়েছে। আলমারি ভেঙ্গে বাড়ির সোনা, রুপোর গয়না, পিতলের বাসন সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। চুরি যাওয়া সোনা ও রুপোর গয়নার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক মহম্মদ ইমাজউদ্দিন জানান, পরিবারের সকলে মিলে সোমবার দুপুরে একটি নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। নিমন্ত্রণ পর্ব সেরে সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে আসি পরিবারের সকলে। ফিরে এসে দেখি বাড়ির সমস্ত গেট এবং মূল দরজা ভাঙা অবস্থায় রয়েছে। এরপর ঘরে ঢুকে দেখতে পাই বিভিন্ন আসবাবপত্রে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। আলমারি ভেঙ্গে বাড়ির ভেতরে থাকা সোনা, রুপোর গয়না, পিতলের বাসন সহ মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। প্রায় দুই ভরি সোনা এবং পঞ্চাশ ভরি রুপোর অলংকার নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। চুরি যাওয়া সোনা ও রুপোর গয়নার বাজার মূল্য প্রায় চার লক্ষ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাড়ির মালিক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
