নিউজ ডেস্ক : এমনি সময়েই নালা নর্দমার জল বয়ে যায় এলাকায়। তার উপর সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও দূর্বিষহ হয়ে উঠেছে। ঘটনাস্থল রায়গঞ্জ শহরের ১০ নং ওয়ার্ডের নেতাজী পল্লী এলাকা। শহরের প্রানকেন্দ্রে অবস্থিত এই এলাকার দীর্ঘদিনের সমস্যা এটি।
আরও পড়ুন – গত কয়েক বছরেই পেঁপে চাষ করে ব্যাপক সাফল্য পাচ্ছেন
স্থানীয় সূত্রের খবর, এই এলাকায় এমনি সময়েও জল জমে থাকে। বেহাল নিকাশি ব্যবস্থার জেরে এই পরিস্থিতি তৈরী হয়েছে। বাড়ির শৌচালয়ের জল এসে পরছে ড্রেনে। আর সেই জল যাওয়ার রাস্তা না থাকায় তা উপচে পরছে সেই স্থানেই। দূষিত জল জমে থাকায় সংক্রমনের আশঙ্কায় ভুগছেন এলাকার বাসিন্দারা। এদিকে গত ২ দিনের বৃষ্টির জেরে সমস্যা আরও চরম আকার ধারন করেছে। দূষিত জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীকে। অবিলম্বে পৌরসভা যাতে এক্ষেত্রে সদর্থক ভূমিকা নেয় তার দাবী জানিয়েছেন স্থানীয়রা।
আরও পড়ুন – জেলায় প্রশাসনিক বৈঠকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
এই স্থানেই রয়েছে রায়গঞ্জ মোহনবাটি উচ্চ বিদ্যালয়। নোংরা জল ঢুকে পরেছে বিদ্যালয়ের ভেতরেও। এদিকে এই বিদ্যালয়ে চলছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। ফলে সেন্টারে ঢুকতে গিয়ে জল যন্ত্রনা ভোগ করতে হচ্ছে পরীক্ষার্থীদের।
আরও পড়ুন – কালিয়াগঞ্জে জমিতে বিদ্যুৎবাহী তাড়ের সংস্পর্শে ষাঁড়ের মৃত্যু
এ বিষয়ে আমরা কথা বলেছিলাম রায়গঞ্জ পৌরসভার উপ প্রশাসক অরিন্দম সরকারের সাথে। তিনি জানান, চারিদিকে নয়ানজুলি বুজিয়ে তা জবর দখলের কারনেই এই সমস্যা তৈরী হয়েছে। পুরোনো বোর্ডের আমলে এই সমস্যার সূত্রপাত হয়। তবে বর্তমান পৌরবোর্ড সব রকম ভাবে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।