নিউজ ডেস্ক :জমি বিদ্যুতের তার দিয়ে ঘিরে দেওয়ায় তড়িদাহত হয়ে একটি ষাড়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াগঞ্জ ব্লকের মোস্তফা নগর গ্রাম পঞ্চায়েতের হাট পাড়া এলাকায়।
আরও পড়ুন জেলায় চলছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন
পশু পাখি যাতে ফসল না খেতে পারে সেজন্য ধানের জমি বিদ্যুতের তার দিয়ে স্থানীয় গ্রামবাসী ব্রজেন প্রামাণিক ঘিরে দিয়ে ছিলেন বলে অভিযোগ। আর সোমবার সকালে সেই তারের সংস্পর্শে এলে মৃত্যু হয় একটি ষাড়ের। এই ঘটনায় সরব হয়েছেন গ্রামবাসীরা। অন্যদিকে বিদ্যুতের তারে নয়, ওই ষাড়টি জমিতে ব্যবহার বিষাক্ত রাসায়নিক সার খেয়ে মৃত্যু হয়েছে বলে দাবি জমির মালিক ব্রজেন প্রামাণিকের ছেলে গৌতম প্রামাণিকের।