নিউজ ডেস্ক, ২০ অক্টোবর : করোনা কেড়ে নিয়েছে অনেক কিছুই। করোনা আবহের জেরে টানা লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ। অর্থ সঙ্কটে না খেয়ে দিন গুজরান করছেন অনেকেই। আর এই করেনা রাস্তায় এনে দাড় করিয়েছে এক জাতীয়স্তরের ক্যারাটে খেলোয়াড়কে। সংসার চালাতে রাস্তায় দেশী মদ বিক্রি করছেন রাঁচীর বাসিন্দা জাতীয় স্তরের চ্যাম্পিয়ন বিমলা মুন্ডা।
২০১১ সালের ৩৪ তম জাতীয় গেমসে ঝাড়খণ্ডের হয়ে প্রতিনিধিত্ব রুপো জিতে নেন বিমলা। এরপর ২০১২ সালে বলিউড অভিনেতা অক্ষয় কুমার আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক কুডো চ্যাম্পিয়নশিপে সোনাও জিতেছিলেন। ঝাড়খণ্ড সরকার দ্বারা চাকরির আশ্বাস মিললেও করোনা পরিস্থিতিতে সেই চাকরি এখনও পাননি তিনি৷ গত ফেব্রুয়ারী মাসে চাকরিতে যোগ দেওয়ার কথা থাকলেও এখনও অবধি সরকারি তরফে কোনো চিঠি পাননি বিমলা। বাড়ীর কাছে ক্যারাটে শেখাতেন তিনি তবে করোনার কারণে সেটিও বন্ধ, তাই পেট চালাতে ফলে পেট চালাতে বাড়িতেই ভাত পচিয়ে হাঁড়িয়া তৈরি করে তা বিক্রি করতে শুরু করেন এই খেলোয়াড়। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই নড়চড়ে বসে ঝাড়খণ্ড সরকার। টুইট করে এই প্রসঙ্গে ব্যবস্থা নেওয়ার কথাও জানান হেমন্ত সোরেন।