নিউজ ডেস্ক, ২০ অক্টোবর : ক্রমাগত ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। বারবার প্রশ্ন উঠছে নারী নিরাপত্তা নিয়ে। তারই মাঝে দুই নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় আবারও চাঞ্চল্য ছড়াল।
উত্তরপ্রদেশের পর ধর্ষণ কান্ডে এবারে নাম জড়ালো রাজস্থানের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোর জেলার ভিনমল থানা এলাকায়। এলাকার দু’জন নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় ছয় যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সুত্রে জানা যায়, ধর্ষণের পর ওই ছয় যুবক ওই নাবালিকাদের যশবন্তপুরা থানা এলাকার রাজপুরায় সুধামাতার পাহাড়ে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়।
এরপর পুলিশ তাদের উদ্ধার করে ভিনমল শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ একজনকে আটক করেছে। তাঁর কাছ থেকে বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।