ডিজিটাল ডেস্ক : ড্রিম ইলেভেন ২০২০ আই পি এলে জয় দিয়ে শুরূ করল চেন্নাই সুপার কিংস। শেষ ওভারে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ৪ বল বাকি থাকতেই রুদ্ধশ্বাস জয় পেল চেন্নাই সুপার কিংস শিবির।
আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠায় চেন্নাই শিবিরের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম থেকেই ব্যাটিং এ আক্রমণাত্মক ভাবে শুরূ করে মুম্বাই শিবিরের ওপেনার রোহিত শর্মা ও কুইন্টিন ডি কক, ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ১২ রান তুলে নেয় মুম্বাই শিবিরের এই জুটি। কিন্তু চেন্নাই শিবিরের স্পিনার চাওলার বলে ১০ বলে ১২ রানেই প্যাভিলিয়নে ফিরে যান ক্যাপ্টেন রোহিত শর্মা। ঠিক পরবর্তী ওভারে স্যাম কারেন এর বলে ২০ বলে ৩৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান কুইন্টিন ডি কক।
স্ট্রাটেজিক টাইমআউটের পরবর্তী সময়ে দীপক চাহারের বলে ক্যাচ তুলে ১৬ বলে ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন সূর্যকুমার যাদব। পরবর্তীতে জাডেজার বলে ৩১ বলে ৪২ রানে অপ্রত্যাশিত ক্যাচ ধরেন ফ্যাফ ডুপ্লেসিস, আউট হন সৌরভ তিওয়ারী। সেই একই ওভারে বাউন্ডারি লাইনে ফ্যাফ ডুপ্লেসিস আবারও ক্যাচ ধরে হার্ডিক পাণ্ডিয়াকে ১৪ রানে প্যাভিলিয়নে পাঠান বোলার রবীন্দ্র জাডেজা। ক্রুনাল পাণ্ডিয়া মাত্র ৩, কিরণ পোলার্ড ১৮ এবং প্যাটিনসন ১১ রানে আউট যান চেন্নাই বোলার নিগিডির বলে। বোল্ট কোন রান না করেই প্যাভিলিয়নে ফেরেন। শেষপর্যন্ত বুমরার অপরাজিত ৫* এবং রাহুল চাহারের অপরাজিত ২ রানের সুবাদে ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৬২ রান করে রোহিতের মুম্বাই ব্রিগেড।
জবাবে ব্যাট করতে নেমে প্রথমেই শেন ওয়াটসনের উইকেট হারিয়ে ফেলে চেন্নাই। বোল্টের বলে এল বি ডব্লু(LBW) হন ওয়াটসন। ৫ বল খেলে মাত্র ৪ রানেই প্যাভিলিয়নে ফেরেন ওয়াটসন। পরবর্তী ওভারে প্যাটিনসনের বলে এল বি ডব্লু(LBW) হন মুরলিবিজয়। মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপর ম্যাচের হাল ধরেন অম্বাতি রায়ডু এবং ফ্যাফ ডুপ্লেসিস। তবে স্ট্রাটেজিক টাইমআউটের পরবর্তী সময়ে রাহুল চাহারের বলে ক্যাচ তুলে ৪৮ বলে ৭১ রানে প্যাভিলিয়নে ফেরেন অম্বাতি রায়ডু। পরবর্তীতে ক্রুনাল পাণ্ডিয়ার বলে এল বি ডব্লু(LBW) হন রবীন্দ্র জাডেজা। ৫ বল খেলে ১০ রানে প্যাভিলিয়নে ফেরেন জাডেজা। এরপর স্যাম কারেন ৬ বলে ১৮ রানের ইনিংস খেলেন। শেষ ওভার পর্যন্ত ম্যাচটি গড়ায়। ফ্যাফ ডু প্লেসিসের অপরাজিত ৫৮* রান এবং ধোনির অপরাজিত ০* সুবাদে শেষ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই ম্যাচটি জিতে যায় সি এস কে।
চলুন এক নজরে দেখে নিই দুটি দলের প্রথম ম্যাচের ধারাবাহিক ফলাফল :
মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং :
রোহিত শর্মা :- ১২(১০)
কুইন্টিন ডি কক:- ৩৩(২০)
সূর্যকুমার যাদব:- ১৭(১৬)
সৌরভ তিওয়ারী:- ৪২(৩১)
হার্ডিক পাণ্ডিয়া:- ১৪(১০)
ক্রুনাল পাণ্ডিয়া:- ৩(৩)
কিরণ পোলার্ড:- ১৮(১৪)
প্যাটিনসন:- ১১(৮)
বোল্ট:- ০(৪)
বুমরা:- ৫*(৩)
রাহুল চাহার:- ২*(৪)
চেন্নাই সুপার কিংস বোলিং :
দীপক চাহার:- ৪.০ ওভারে ৩২ রানে ২ উইকেট
স্যাম কারেন:- ৪.০ ওভারে ২৮ রানে ১ উইকেট
নিগিডি:- ৪.০ ওভারে ৩৮ রানে ৩ উইকেট
চাওলা:- ৪.০ ওভারে ২১ রানে ১ উইকেট
জাডেজা:- ৪.০ ওভারে ৪২ রানে ২ উইকেট
চেন্নাই সুপার কিংস ব্যাটিং :
মুরলিবিজয়:- ১(৭)
ওয়াটসন:- ৪(৫)
ফ্যাফ ডু প্লেসিস:- ৫৮*(৪৪)
অম্বাতি রায়ডু:- ৭১(৪৮)
রবীন্দ্র জাডেজা:- ১০(৫)
স্যাম কারেন:- ১৮(৬)
মহেন্দ্র সিং ধোনি:- ০*(২)
মুম্বাই ইন্ডিয়ান্স বোলিং :
ট্রেন্ট বোল্ট:- ৩.২ ওভারে ২৩ রানে ১ উইকেট
প্যাটিনসন:- ৪.০ ওভারে ২৭ রানে ১ উইকেট
বুমরা:- ৪.০ ওভারে ৪৩ রানে ১ উইকেট
ক্রুনাল পাণ্ডিয়া:- ৪.০ ওভারে ৩৭ রানে ১ উইকেট
রাহুল চাহার:- ৪.০ ওভারে ৩৬ রানে ১ উইকেট
পরবর্তী ম্যাচে রবিবার মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব।