রায়গঞ্জ , ১৬ আগস্ট : গত ২১ জুলাই ভার্চুয়াল শহিদ দিবসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষনা করেছিলেন ১৬-ই আগস্ট খেলা হবে দিবস পালিত হবে রাজ্যজুড়ে।৷ মুখ্যমন্ত্রী বলেছিলেন। খেলাধুলার মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ রাখতে, গনতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ওই দিন ১ লক্ষ ফুটবল রাজ্যের একাধিক ক্লাব, সংগঠন, ক্রীড়া প্রতিষ্ঠানকে দেওয়া হবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি রাজ্য সরকারের ‘জয়ী’ বল বিতরণ করা হবে তাদের।
রাজ্যের তরুন প্রজন্ম যাতে খেলাধুলায় এগিয়ে যেতে পারে সেই জন্য ‘খেলা হবে’ দিবস পালন করবে রাজ্য সরকার। উল্লেখ্য “খেলা হবে” স্লোগানকে সামনে রেখেই রাজ্যে তৃতীয় বারের জন্য ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। এবারে সুস্থ সংস্কৃতির বিকাশে এই কর্মসূচী কেই রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি সোমবার উত্তর দিনাজপুর জেলাতেও পালিত হলো ‘খেলা হবে দিবস’। এদিন জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া হাই স্কুল মাঠে।জেলা সভাধিপতি কবিতা বর্মন, জেলাশাসক অরবিন্দ কুমার মীনা,পুলিশ সুপার সানা আখতার, মহকুমাশাসক অর্ঘ্য ঘোষ সহ্ন অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিন কর্ণজোড়া স্কুল মাঠে দুই দলের প্রীতি ফুটবল ম্যাচ দিয়েই এই কর্মসূচির সূচনা হয়। । এই বিষয়ে জেলাশাসক বলেন, ” মুখ্যমন্ত্রীর নির্দেশে আজকের এই কর্মসূচি পালন করা হলো।। জেলা প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ পুরসভার উদ্যোগেও পালিত হলো খেলা হবে দিবস। এদিন রায়গঞ্জ স্যেডিয়ামে আয়োজিত এই কর্মসূচী তে বিভিন্ন ক্লাব ও ক্রীড়া প্রতিষ্ঠান গুলির হাতে ফুটবল তুলে দেওয়া হয়। খেলা হবে দিবস উপলক্ষে ডি এস এ ভেটেনার্স একাদশ ও রায়গঞ্জ পুরসভা একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়। পুর চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, ডি এস এর সম্পাদক সুদীপ বিশ্বাস সহ অন্যারা উপস্থিত ছিলেন।