
রায়গঞ্জ , ২৫ মে : রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বড় চাপদুয়ার এলাকার বর্মন পাড়ায় যুবক খুনের ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার জশপ্রীত সিং জানিয়েছেন গত ২৩ মে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বড় চাপদুয়ার এলাকার বর্মন পাড়ায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছিল৷
তদন্তে নেমে পুলিশ জানতে পারে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বিবাদের জেরে এই খুনের ঘটনা ঘটেছে৷ এলাকায় তদন্ত করে বিশেষ সূত্রের মাধ্যমে মূলঅভিযুক্তকে চিহ্নিত করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে জেরায় খুনের অভিযোগ কবুল করে অভিযুক্ত৷ তাকে পুলিশি হেফাজতে নিয়ে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে৷ অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, পুলিশি জেরায় ধৃত যুবক জানিয়েছে ঘটনার দিন ধারালো অস্ত্র দিয়ে মৃত যুবক রব্বানী আলীর গলায় কোপ মেরেছিল সে। তারপর রাস্তার পাশে জমা জলে তাকে ফেলে দিয়ে পালিয়ে যায়। বর্তমানে মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম মহম্মদ কুসুমুদ্দীন। সে রায়গঞ্জ থানায় সিভিক ভলান্টিয়ার পদে কর্মরত ছিল। এই খুনের ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি খুনে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। জানা গেছে মৃত রব্বানী আলি স্থানীয় একটি ওষুধের দোকানে কাজ করত। মৃতের কাকা তাজিরুল হক বলেন, আমার ভাইপোকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই।’ আর্থিক লেনদেন নিয়ে কে কার কাছে কত টাকা পেত বা কে কার কাছে কত টাকা ধার নিয়েছিল তা এখনও স্পষ্ট নয়৷ গোটা ঘটনার তদন্ত চলছে।
