নিউজ ডেস্ক, ১২ সেপ্টেম্বর : অবশেষে বাড়ি ফিরল অরুণাচল প্রদেশের সুবনসিরি জেলার থেকে নিখোঁজ হওয়া পাঁচ যুবক৷ শনিবার চিনের পিপলস লিবারেশন আর্মি ওই পাঁচ যুবককে ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে। উল্লেখ্য কয়েকদিন আগে রহস্যজনকভাবে এলাকা থেকে নিখোঁজ হয়ে যায় ওই পাঁচ যুবক। এরপর ভারত সরকার বিষয়টি নিয়ে নড়েচড়ে বসলে আসল ঘটনা সামনে আসে।
দিন কয়েক আগে রাশিয়ার মস্কোয় ভারত-চিনের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে বৈঠক চলাকালীন অরুণাচল প্রদেশ থেকে পাঁচ যুবক নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসে। আত্মীয়স্বজন সহ বিভিন্ন এলাকায় খোঁজ খবর করেও কোনো হদিশ পাওয়া যায় নি তাঁদের। এই ঘটনায় সন্দেহ করে চিনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনে নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যরা। যদিও সেই অভিযোগ মানতে রাজি হয়নি চিন। এরপরই ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি দিয়ে দাবি করে গত ১ সেপ্টেম্বর থেকে নিখোঁজ হয়ে যায় অরুণাচলের এই পাঁচ যুবক। এনিয়ে ক্রমশঃ উৎকন্ঠা তৈরি হয় নিখোঁজ যুবকদের পরিবারের সদস্যদের মধ্যে।
ছেলেরা কোথায় হারিয়ে গেল তা নিয়ে দুশ্চিন্তা গ্রাস করে তাঁদের। এই পরিস্থিতিতে নড়েচড়ে বসে ভারত সরকারও। এর মধ্যে গত ৮ সেপ্টেম্বর চিন স্বীকার করে নেয় ওই পাঁচ যুবককে তাদের এলাকায় দেখা গিয়েছে। এঘটনায় ঘরের ছেলেদের ঘরে ফেরাতে তৎপর হন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। তিনি জানান, “হটলাইনে পাঠানো ভারতীয় সেনার মেসেজের জবাব দিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA)। অরুণাচল থেকে নিখোঁজ পাঁচ যুবকের হদিশ তাঁদের দিকে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে তারা। শনিবার তাঁদের দেশে ফেরৎ পাঠানো হবে।” সেই মতো শনিবার নিখোঁজ পাঁচ যুবককে হস্তান্তর প্রক্রিয়া সহ অন্যান্য সমস্ত নিয়ম মেনে ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হয় চিন সেনার পক্ষ থেকে। প্রায় ১১ দিনের মাথায় বাড়ি ফিরতে পেরে খুশি ওই যুবকেরা।