ভারতের মাটি ছুঁতে চলেছে অত্যাধুনিক এয়ার ইন্ডিয়া ওয়ান

ভারতের মাটি ছুঁতে চলেছে অত্যাধুনিক এয়ার ইন্ডিয়া ওয়ান

নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর : খুব শীঘ্রই দেশের মাটি ছুঁতে চলেছে অত্যাধুনিক বিমান “এয়ার ইন্ডিয়া ওয়ান”  (Air India One)। এই বিমানে করেই দেশ, বিদেশে উড়ে বেড়াবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ( Narendra Modi ),  রাষ্ট্রপতি রামানন্দ কোবিন্দ (Ramananda Kobinda) ও উপরাষ্ট্রপতি বেংকাইয়া নাইডু  (Benkaiah Naidu)। সূত্রের খবর এধরনের দুটি বিমান আসতে চলেছে আমেরিকা থেকে। বিমান কিনতে খরচা পড়বে ৮৪৫৮ কোটি টাকা।

জানা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট যে ” এয়ার ফোর্স ওয়ান” (Air Force One) বিমানে চড়েন সেই একই প্রযুক্তিতে তৈরী হচ্ছে “এয়ার ইন্ডিয়া ওয়ান”। অত্যাধুনিক প্রযুক্তি তে তৈরী এই বিমানে রয়েছে মিশাইল প্রতিরোধক সিস্টেম। থাকছে শত্রুপক্ষের র‍্যাডার জ্যাম করার কৌশল। সুরক্ষা কবচ হিসাবে বিমানের ভেতর থাকবে সেল্ফ প্রোটেকশন রুম,ছোটো নার্সিং হোম, আলাদা আলাদা বৈঠক কক্ষ। একবার তেল ভরে একটানা সতেরো ঘন্টা উড়তে পারবে বিমানটি।

বিমান চালাবেন ইন্ডিয়ান এয়ারফোর্সের দক্ষ পাইলটেরা। বিমানটির শেষপর্যায়ের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই আমেরিকা পৌঁছে গিয়েছেন বায়ুসেনা,এয়ার ইন্ডিয়া ও কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার উচ্চ পদস্থ আধিকারিকেরা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের মধ্যেই ভারতে আসতে চলেছে ” এয়ার ইন্ডিয়া ওয়ান”।

Next Post

কোভিড আক্রান্ত বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার

Sun Sep 13 , 2020
নিউজ ডেস্ক, ১৩ সেপ্টেম্বর  : এবার করোনা আক্রান্ত হলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। কিছুদিন ধরেই সুকান্ত বাবু কিছু সমস্যা অনুভব করছিলেন। এরপরেই সোয়াব টেস্ট করালে তাঁর রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে হোম আইসোলেশনেই রয়েছেন বিজেপি সাংসদ। ইতিমধ্যেই তাঁর দ্রুত কামনা আরোগ্য কামনা করে সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা […]

আপনার পছন্দের সংবাদ