আইকোর চিটফান্ড মামলায় তৃণমূলের মহাসচিবকে তলব করল সিবিআই

আইকোর চিটফান্ড মামলায় তৃণমূলের মহাসচিবকে তলব করল সিবিআই

নিউজ ডেস্ক, ৮ সেপ্টেম্বর : আইকোর চিটফান্ড মামলার তদন্তে আরো একবার সিবিআই তলব করল রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে। সুত্রের খবর, বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সঙ্গে নিয়ে আগামী ১৩ সেপ্টেম্বর তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

একটি ভিডিওর সূত্র ধরেই এই জিজ্ঞাসাবাদ বলে, সিবিআই সূত্রে খবর। এর আগেও ভুয়ো অর্থলগ্নিকারী সংস্থার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়কে নোটিস দিয়েছিল সিবিআই ও ইডি। এর আগে চলতি বছরর মার্চে আইকোর চিটফান্ড মামলায় পার্থকে তলব করা হয়েছিল CBI-এর তরফে। সে সময় নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন বলে তলব এড়িয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। এবারেও সামনে রয়েছে ভবানীপুর উপ-নির্বাচন। সেখানে যে নেতাদেরকে সংগঠনকে সুচারু ভাবে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। ফলে এবারেও তিনি হাজিরা দেবেন কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি। সিবিআই সূত্রে খবর, আইকোর মামলার তদন্তে একটি ভিডিও ক্লিপ মিলেছে। যেখানে দেখা যাচ্ছে যে, ভুয়ো অর্থলগ্নি সংস্থার একটি অনুষ্ঠানে হাজির ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই ভিডিও সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাঁকে।

Next Post

অপহরণ কাণ্ডে সাফল্য পুলিশের

Wed Sep 8 , 2021
মানিকচক, ৮ সেপ্টেম্বর : অপহরণ কাণ্ডে বড়সরো সাফল্য পেলো পুলিশথানার পুলিশ। অপহৃত দুই ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃত ২ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পেশ করেছে মানিকচক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত দুই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ও মাবুদ […]

আপনার পছন্দের সংবাদ