সারদা মামলায় জামিন পেলেন কুণাল ঘোষ

নিউজ ডেস্ক, ৯ সেপ্টেম্বর : সারদা মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন কুণাল ঘোষ। বৃহস্পতিবার ২০ হাজার ব্যক্তিগত বন্ডে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের জামিন মঞ্জুর করল বিশেষ সিবিআই আদালত।

সপ্তাহ দুয়েক আগে সারদা মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টররেট। ইডির পেশ করা চার্জশিটে নাম ছিল রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষের। এরপর বৃহস্পতিবার বিশেষ আদালতে আত্মসম্পর্ণ করেন তিনি। এদিন সারদা মামলায় ইডি- র তরফে কুনাল ঘোষের জামিন এর তীব্র বিরোধিতা করা হয়। ইডির তরফে আইনজীবী অভিজিৎ ভদ্র বিচারককে জানান কুনাল ঘোষ এর সম্পূর্ণ যোগাযোগ রয়েছে ওই চিট ফান্ড সংস্থার সঙ্গে। এবং তিনি প্রভাবশালী। যদিও কুনাল ঘোষ এর আইনজীবি ইডির আইনজীবীর বক্তব্য সঠিক নয় বলে সওয়াল করেছেন। দীর্ঘ চানাপোড়েন এর পর আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে।

Next Post

প্রকৃতদের পরিবর্তে ভুয়ো একাউন্টে মজুরী প্রদান, বিক্ষোভে বঞ্চিত শ্রমিকেরা

Thu Sep 9 , 2021
চাঁচল ,৯ সেপ্টেম্বর : একশো দিনের কাজে প্রকৃত শ্রমিকদের পরিবর্তে ভুয়ো একাউন্ট করে মজুরী প্রদানের অভিযোগ উঠলো পঞ্চায়েতের নির্মাণ সহায়ক ও সুপারভাইজারের বিরুদ্ধে। ঘটনায় বৃহস্পতিবার বিডিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করলো জবকার্ডধারী প্রকৃত শ্রমিকরা। ঘটনাটি ঘটেছে চাঁচল-১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে একশ দিনের কাজ প্রকল্পে আশ্বিনপুর […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম